11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

আলোচিত ‘বিতর্ক’, ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব তারকার

আলোচিত ‘বিতর্ক’, ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব তারকার
বাঁ থেকে শক্তি কাপুর রিয়া চক্রবর্তী ও বিবেক ওবেরয়

বলিউড মানেই ঝলমলে দুনিয়া, তারকাখ্যাতি, আর অভিজাত জীবন। তবে এই গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে এমন অনেক কেলেঙ্কারি, যা অনেক তারকার অভিনয় জীবনের ইতি টেনে দেয়। বলিউডের তারকারা শুধু অভিনয় নয়, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন। তবে বিতর্ক এবং কেলেঙ্কারি অনেক সময় তাদের উজ্জ্বল ক্যারিয়ার ম্লান করে দেয়।

এসব ঘটনাগুলো শুধু তাদের জন্য নয়, বলিউড ইন্ডাস্ট্রির জন্যও একটি শিক্ষা। নীচে এমন কিছু কেলেঙ্কারি তুলে ধরা হলো, যা বলিউডের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছ। যেসব বিতর্কে জড়িয়ে ক্যারিয়ারই ধ্বংস হয়েছে অনেক তারকার। কেউ কেউ এখনও ভুগছেন ক্যারিয়ারে।

- Advertisement -

শক্তি কাপুরের স্টিং অপারেশন
২০০৫ সালে ইন্ডিয়া টিভির একটি স্টিং অপারেশনে শক্তি কাপুরকে কাস্টিং কাউচে জড়িত অবস্থায় দেখানো হয়। ভিডিওতে তাকে একজন উঠতি অভিনেত্রীকে কাজের সুযোগের বদলে আপত্তিকর প্রস্তাব দিতে দেখা যায়। ঘটনাটি তার ক্যারিয়ারে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল এবং বলিউডে তার গ্রহণযোগ্যতা কমে যায়।

মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
খ্যাতিমান পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে উঠতি অভিনেত্রী প্রীতি জৈন ধর্ষণের অভিযোগ আনেন। যদিও আদালতে প্রমাণিত হয়নি সেই অভিযোগ, তবে এই কেলেঙ্কারি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিশাল ঝড় তোলে।

মনিকা বেদির কারাদণ্ড
অভিনেত্রী মনিকা বেদির ক্যারিয়ার ধ্বংসের পেছনে তার গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে সম্পর্ক বড় ভূমিকা পালন করে। তার জাল পাসপোর্টের মামলায় গ্রেপ্তার ও কারাদণ্ড তার ক্যারিয়ারের ইতি ঘটায়।

সঞ্জয় দত্তের অস্ত্র মামলার কেলেঙ্কারি
১৯৯৩ সালের মুম্বাই বোমা বিস্ফোরণে বেআইনি অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্ত গ্রেপ্তার হন। যদিও তিনি তার ক্যারিয়ারে ফিরে এসেছেন, তবে এই কেলেঙ্কারি দীর্ঘদিন তার ইমেজ কলঙ্কিত করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles