-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নরোভাইরাসের সংক্রমণ পাঁচ বছরের গড়ের চেয়ে বেশি

নরোভাইরাসের সংক্রমণ পাঁচ বছরের গড়ের চেয়ে বেশি
স্টমাক বাগ নামে পরিচিত নরোভাইরাসের সংক্রমণ এই সময়ে কানাডায় ব্যাপক হতে পারে

স্টমাক বাগ নামে পরিচিত নরোভাইরাসের সংক্রমণ এই সময়ে কানাডায় ব্যাপক হতে পারে। কারণ, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগের গড় সংক্রমণের চেয়ে বাড়ছে। এমনটাই জানিয়েছে কানাডার জনস্বাস্থ্য সংস্থা।

সাম্প্রতিক সপ্তাহগুলোর উপাত্ত অনুযায়ী, দেশজুড়ে নরোভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরের গড় সংক্রমণের চেয়ে বেশি। আক্রান্তের ঘটনা ন্যাশনাল এন্টেরিক সার্ভিল্যান্স প্রোগ্রামে (এনইএসপি) জানানো হচ্ছে। এ কারণে আক্রান্তের সুনির্দিষ্ট উপাত্ত সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

- Advertisement -

জনস্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র এক ইমেইলে বলেন, একাধিক প্রদেশেই এর সংক্রমণ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে আলবার্টা, অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়া। উচ্চ হারে সংক্রমণ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা উচিত।

নরোভাইরাসে সংক্রমণ বেশি দেখানোর একটি কারণ হতে পারে কোভিড-১৯। ওই সময় স্টমাক বাগের সংক্রমণের তথ্য জানানো বিঘিœত হয়, যা আক্রান্তের সংখ্যা পাঁচ বছরের গড়ের নিচে নামিয়ে আনে বরে জানিয়েছে সংস্থাটি। এ কারণে ২০১৯ থেকে ২০২৩ সালের তুলনায় বর্তমান সংখ্যাটি বেশি দেখাচ্ছে।

নরোভাইরাস খুবই সংক্রামক ভাইরাস, যা ডায়রিয়া ও বমির কারণ হয়ে দাঁড়ায়। হেমন্ত ও শীতের মাসগুলোতে এর সংক্রমণ বেড়ে যায় এবং এর ফলে সাধারণত বমি, ডায়রিয়া, পেটের ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং জ¦র হতে পারে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সাম্প্রতিক উপাত্ত বলছে, ৫ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ৯১ জন নরোভাইরাসে আক্রান্ত হয়েছেন। নভেম্বরের সপ্তাহে যেখানে সংখ্যাটি ছিল ৬৯। গত কয়েক বছরের সংখ্যার দিকে তাকালে দেখা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাধারণত সর্বোচ্চ ৬৫ জন নরোভাইরাসে আক্রান্ত হন।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles