আমাদের সব গেছে ভেসে
এ দেশের সব কিছু শেষ!
ধুকে ধুকে মরে আমরা আছি বেঁচে
তবু কি ‘সোনার’ বাংলাদেশ?
আমরা বাঁচতে ভালোবাসি
দুঃশাসনের কাল দুঃস্বপ্ন হোক
একসাথে মরি লড়ি কাঁদি হাসি
তবু স্বপ্ন দেখে মৃত চোখ।
কেবলই মানুষের আহাজারি
বিষাদ শোক কান্নার নেই শেষ
ক্ষমতার লোভে কাদা ছোড়াছুড়ি
এটা কি ‘সোনার’ বাংলাদেশ?
আগামীরা সব ঝরে যায় বারবার
বিলুপ্ত করে ক্ষমতার রাক্ষস
ওরা হয়ে যায় ফারদিন আবরার
ভাগ কেড়ে খায় প্রতিবেশী খোক্কস
গোয়াল আরত রিজার্ভ সব খালি
আশা স্বপ্নের বিছনও সব শেষ
দগ্ধ জমিনে বসে কাঁদে দক্ষ মালি
এখনও কি ‘সোনার’ বাংলাদেশ?
দিন এলে কোনো একদিন ফুল পাখি প্রেম ফুটবল নিয়ে হয়তো লিখব। অনেকে একে ওকে হাতে রাখার জন্য লেখেন। অন্যায়ভাবে লাভবান হবার জন্য লেখেন। ফ্যাসিস্ট সরকারের শাসনে লাভবান হতে লেখেন। আপনাদের হাত জোর করে বলতে চাই, এতো সুন্দর একটা শিল্পকে নোংরা করবেন না। স্বাধীনতার দোহাই, মাটির দোহাই, আপনারা অন্ধ হবেন না। এতোটা স্বার্থপর হবেন না। নিজেদের লোভ ও পাপের চোরাবালিতে নিজেরাই বিলুপ্ত হয়ে যাবেন।
এখন দেশ, মাটি ও মানুষের জন্য কথা বলার ও লেখার “শ্রেষ্ঠ সময়”।
টরন্টো, কানাডা