শুভ জন্মদিন প্রিয় অজয় দাশগুপ্ত। টরন্টো আগমনে ধন্যবাদ স্বনামধন্য মঞ্চ অভিনেতা জন মার্টিন। গত সপ্তায় সম্ভবত অস্টেলিয়ার সিডনির সূর্য এই আমাদের ঠান্ডা শীতল টরন্টোর বাংলা টাউনের ‘উনদাল রেস্তরা’য়।
বুক চিতিয়ে জড়িয়ে ধরায় বল্লো-অস্টেলিয়া থেকে আমাদের চট্টগ্রামের স্বনামধন্য কবি লেখক অজয় আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। বড়ই আনন্দ লাগলো চট্টগ্রামের সেই সময়ের স্মৃতি জড়িত মানুষ মনে করে শুভেচ্ছা জানিয়েছে।
জন মার্টিন বাংলাদেশের শুরু থেকে মধ্যকালের যখন মঞ্চে নাটক শক্ত ভাবে উঠে দাঁড়াচ্ছে তখনকার দুর্দান্ত অভিনেতা। কেউ যদি শত মঞ্চায়িত তখন তোলপাড় করা ‘বিষাদ সিন্দু’ মঞ্চ নাটকে মূল চরিত্রে জন মার্টিনকে দেখে থাকেন তারা বুঝবেন তিনি কত বড় একজন মঞ্চ অভিনেতা এবং দেশে নাটকে তার অবদানের কথা।
আজ টরন্টোতে জন মার্টিনের ভাগ্নি ফ্লোরা সূচি ডি’রোজারিও মঞ্চে মামার মত অভিনয়ে সুনাম করছে। প্রবাসে গলাবাজ মানুষই বেশি তবে বাংলাদেশের জাতীয় দৈনিকে যাদের জন্মদিনের শুভেচ্ছা খবর ছাপা হয় সেই অল্পস্বল্প নামী প্রবাসধারীর মধ্যে একজন অজয় দাশগুপ্ত। বাংলাদেশের এখনতো টালমাটাল অবস্থা আপাতত তাই চট্টগ্রামের অজয় বলে গর্ববোধ করি।
স্কারবোরো, কানাডা