কভিডের পর থেকেই এখন পর্যন্ত অনেকেই কাজ করে যাচ্ছেন ‘Work from home’। এটা হলো আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন কিন্তু অফিসে গিয়ে কাজ করা লাগে না বা সপ্তাহে দুই-এক দিন যাওয়া লাগে। বাকি দিনগুলো বাড়িতে বা ঘরে বসে কাজ করবেন অনলাইনে, কম্পিউটারে। এটা হলো ভার্চুয়াল অফিস বা কাজ। এটা ছেলেমেয়ে সবাই করে থাকেন।
আপনি ঘরে বসে আয় করতে পারেন অন্যভাবেও। এটা ভার্চুয়াল কোনো কাজ না। কানাডায় যারা থাকেন তারা এই কাজটা সম্পর্কে জানেন। নতুনদের অজানা থাকতে পারে।
এটা হলো, হোম চাইল্ড ডেকেয়ার। অনেকেই মনে করতে পারেন এটা বেবি সিটিং কিনা। না।
বেবি সিটিং হলো আপনি বাচ্চাদের টেককেয়ার করবেন। ঘণ্টা প্রতি একটা রেট দিবেন। এটা আপনি যা ভালো বোঝেন সেটা করবেন। আপনার ওপর নির্ভর করবে।
হোম চাইল্ড ডেকেয়ার হলো, আপনি নিজের বাসায় একটা চাইল্ড কেয়ার পরিচালনা করবেন। সর্বোচ্চ পাঁচটার মতো বাচ্চা রাখতে পারবেন। এসব বাচ্চা আপনি কোথায় পাবেন? এজেন্সি দেবে। এই এজেন্সির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। তাদের বলতে হবে আপনি একটা হোম ডেকেয়ার চালু করতে চান। তারা তখন আপনাকে ইন্টারভিউ নেবে। আপনার এই বিজনেস রান করার জন্য সবকিছু ঠিক আছে কিনা ইত্যাদি চেক করবে। আপনার বাসায় এজেন্সি ভিজিট করবে। যদি তারা মনে করে আপনার বিজনেস রান করার কোয়ালিটি আছে বা যা দরকার তা আছে, তখন তারা আপনাকে তাদের এজেন্সির সঙ্গে রেজিস্টার করে নেবে।
তারপর তারা আপনাকে বাচ্চা enroll করাবে মানে তারা আপনাকে বাচ্চা দেবে। ধরেন, মোট পাঁচটা বা ছয়টা বাচ্চা দেওয়ার কথা। ছোট থেকে ৫/৬ বছর পর্যন্ত বয়স হবে বা তার বেশি। এখন আপনার যদি নিজের ছোট দুইটা বাচ্চা থাকে তাহলে এজেন্সি আপনাকে তিনটা দেবে। মোট কথা আপনার নিজের কয়টা বাচ্চা ছোট তার ওপর নির্ভর করবে এজেন্সি বাচ্চা দেবে। আপনার যদি ছোট পাঁচটা থাকে, তাহলে এজেন্সি আপনাকে বাচ্চা দেবেই না এমন একটা কন্ডিশন। আরো অনেক কন্ডিশন আছে। তারা সব বলে দেবে।
একটা বাচ্চার জন্য প্রতি দিনের রেট ধার্য করা হয়। বাচ্চার বয়স বুঝে রেট কম-বেশি হয়। আবার এজেন্সি অনুযায়ী রেট কম-বেশি হয়।
টরন্টোতে অনেক বাঙালি আপারা বর্তমানে হোম ডেকেয়ার চালু করেছেন। অনেকেই বহুদিন ধরে করছেন। আমার পরিচিত এক ভাবী করেন আঠারো বছর ধরে। তিনি অনেক ফেভারিট হয়ে গেছেন। মাশাআল্লাহ তিনি ঘরে বসে মাসে $4,000 cad এর মতো আয় করতেছেন। তবে সবাই কিন্তু একই এ্যামাউন্ট পাবেন না বা পাচ্ছেন না। এটা নির্ভর করবে আপনি মোট কয়টা বাচ্চা পাচ্ছেন, তাদের বয়স কতো, তারা ফুল টাইম, না পার্ট টাইম, না স্কুলে যায় ইত্যাদির ওপরে।
বেশ কয়েকটা এজেন্সি আছে। সবাই এক রকম রেট দেয় না আগেই বলেছি। সরকারি বা সিটির এজেন্সিও আছে। সিটির এজেন্সির ভ্যালু বেশি। যেহেতু এটা সিটি অফ টরন্টোর এজেন্সি।
বাচ্চার প্যারেন্টরা এজেন্সিতে সঙ্গে যোগাযোগ করে ডেকেয়ারের জন্য। এজেন্সি তখন তাদের সঙ্গে রেজিস্ট্রি করা ডেকেয়ারে বাচ্চা enroll করে। সরকার এজেন্সিকে পে করে। আর যদি সাবসিডি না পাওয়া যায় হাই ইনকামের জন্য তখন প্যারেন্টদের নিজের পকেট থেকে এজেন্সিকে পে করে। এজেন্সি সেটা থেকে তাদের একটা অংশ কেটে রাখে ও চুক্তি অনুযায়ী আপনাকে পে করবে।
এটা করার সুবিধা হলো;
আপনার কোনো ডিগ্রি লাগবে না।
ঘরে বসে ইনকাম করতে পারবেন।
আপনি অনেকটা রিল্যাক্সে কাজ করতে পারবেন।
বেশ ভালো ইনকাম করতে পারবেন বাচ্চার নম্বরের ওপর ভিত্তি করে।
আপনাদের জন্য আমি কয়েকটা এজেন্সির নাম ও ফোন নম্বর দিচ্ছি। আপনারা ফোন করে চেষ্টা করে দেখতে পারেন। প্রথম দুটো পে বেশি করে।
- Toronto Early Learning & Child Care Services
55 John St
10th floor, Metro Hall
Toronto ON M5V 3C6
Telephone: 416-392-3317
Email: telccs-headoffice@toronto.ca (এটা সিটির কনট্যাক্ট)
- Family Day Care Services – Toronto – Head Office – Home Child Care Program
Phone Numbers: 416-922-9556
Toll-Free: 1-800-263-9703
- Bright Minds Care – Licensed Home Child Care Agency
647-947-7791
- Wee Watch – TORONTO EAST
Serving: Toronto East and The Beaches
(416) 532-2538
torontoeast@weewatch.com
আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।
টরন্টো, কানাডা