14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শর্ত ভেঙে চুমু তামান্নার, এরপর যা হলো…

শর্ত ভেঙে চুমু তামান্নার, এরপর যা হলো...
তামান্না ভাটিয়া

দক্ষিণের সীমা ছাড়িয়ে বলিউডেও নিজের ছাপ ফেলেছেন তামান্না ভাটিয়া। তিনি যে সিরিজে অভিনয় করে ঝড় তুলেছিলেন সেই সিরিজের নাম ছিল ‘লাস্ট’। লাস্ট-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যৌনকামনা। এই সিরিজে প্রথমবার নিজের দীর্ঘদিনের শর্ত ভেঙেছেন তিনি।

অনস্ক্রিন চুমু না খাওয়ার যে সংকল্প করেছিলেন বিজয় বর্মার সঙ্গে সেই চুক্তি ভেঙেছেন নিজের ইচ্ছেতেই। তামান্না এও জানিয়েছেন, যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তার। পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হত তাকে।

- Advertisement -

তার কথায়, “আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম। ক্যারিয়ারেরও একটা দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হত আমায়। আমার কোনও ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে এতদিন অভিনয় করিনি।”

তামান্না আরও যোগ করেন, “আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।”

প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এখন সিনেপাড়ার হট কুইন। একটা সময় যিনি বোল্ড দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সেলেবই বর্তমানে উষ্ণতা ছড়াচ্ছেন নেটপাড়ায়। ২০২৪-এর শেষে ‘স্ত্রী ২’ ছবি থেকে তার ‘আজ কি রাত’ গান ঝড়ের গতিতে ভাইরাল হয়। যেখানে তামান্নার উপস্থিতি দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করে।

- Advertisement -

Related Articles

Latest Articles