-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

রাতের আঁধারে ক্রিকেটারদের টাকা দিল দুর্বার রাজশাহী

রাতের আঁধারে ক্রিকেটারদের টাকা দিল দুর্বার রাজশাহী
গত ২ জানুয়ারি নুরুল হাসান সোহানের ছক্কায় আহত হয়েছিলেন রাজশাহী কিংসের মালিকের স্ত্রী

বৃহস্পতিবারের মধ্যে পারিশ্রমিক না দিলে আজ শুক্রবারের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়েরা। এছাড়া বিসিবিও আল্টিমেটাম দিয়ে বলেছিল, এদিন টাকা পরিশোধ না করলে ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেওয়া হবে। এ নিয়ে দিনভর অনিশ্চয়তা শেষে গভীর রাতে টাকা পেতে শুরু করেন রাজশাহীর ক্রিকেটাররা।

ব্রাজিল তারকার কীর্তিতে ৫ গোলের উৎসবে রিয়াল মাদ্রিদব্রাজিল তারকার কীর্তিতে ৫ গোলের উৎসবে রিয়াল মাদ্রিদ
পারিশ্রমিক না পাওয়ায় গত বুধবার অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেটে। যদিও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দাবি করে, খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তাছাড়া বলা হয়, নুরুল হাসান সোহানের ছক্কায় রাজশাহী মালিকের স্ত্রী আহত হয়ে ব্যাংককে থাকায় নাকি ক্রিকেটারদের চেক বাউন্স করেছে।

- Advertisement -

এরপরই জরুরি বৈঠকে বসে রাজশাহী কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেয় বিসিবি। ব্যাংক আওয়ার শেষ হলেও টাকার কোনো খবর ছিল না। হতাশ হয়ে পড়েছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। অবশেষে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে দুর্বার রাজশাহী, যদিও নিয়মানুযায়ী তাদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল।

ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টায় নির্ধারিত সময়ই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী ক্রিকেটাররা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর আগে দলগুলো খেলোয়াড়দের মোট অর্থের অর্ধেক শোধ করবে। বাকি ৫০ শতাংশের ২৫ ভাগ টুর্নামেন্টের মাঝে এবং বাকিটা টুর্নামেন্ট শেষে পরিশোধ করতে হবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles