7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কেন কখনো বিয়ের আংটি পড়েনি শেখ হাসিনা?

কেন কখনো বিয়ের আংটি পড়েনি শেখ হাসিনা?
ছবি সংগৃহীত

স্বনামধন্য বিজ্ঞানী হওয়া সত্ত্বেও ওয়াজেদ মিয়া শেখ মুজিবুর রহমানের জামাই ও শেখ হাসিনার স্বামী হিসেবে অধিক পরিচিত।

কিভাবে তাদের পরিচয় ও বিয়ে হয়েছিল?

- Advertisement -

ওয়াজেদ মিয়া তার বই “বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ” বইতে কিছু ঘটনা উল্লেখ করেছেন, যেখানে তিনি তার বিয়ের প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, “যখন আমাকে প্রশ্ন করা হত, আমি কেমন পাত্রী পছন্দ করি, তখন আমি বলতাম, আমি ধনী ঘরের মেয়ে পছন্দ করি না। আমি একমাত্র শিক্ষিত, সুরুচিপূর্ণ এবং মানবিক মেয়েই পছন্দ করি। কিন্তু মনের মতো মেয়ে কোথাও খুঁজে পাচ্ছিলাম না।”Travel packages

ওয়াজেদ মিয়া প্রথমবার শেখ হাসিনাকে দেখতে পান তার ঘনিষ্ঠ বন্ধু মতির বাসায়, যেখানে শেখ হাসিনা তার পরিবারসহ উপস্থিত ছিলেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকায় তাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলতে থাকে এবং একপর্যায়ে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিয়ের সময় আংটি পরানোর জন্য যখন ওয়াজেদ মিয়া আংটি নিয়ে আসেন, তিনি লক্ষ্য করেন যে আংটিটি ছোট হয়ে গেছে। এর ফলে, শেখ হাসিনার বিয়ের আংটি আর কখনো পরা হয়নি।

এই ঘটনাগুলি অনেকের কাছে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে রয়ে গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles