9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কার ইমান নিয়ে প্রশ্ন তুললেন জয়া?

কার ইমান নিয়ে প্রশ্ন তুললেন জয়া?
অভিনেত্রী জয়া আহসান ছবি সংগৃহীত

ঢাকার রাজপথে আদিবাসী নাগরিকদের রক্তের ঘটনা নিয়ে প্রতিবাদ জানালেন অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি বাংলাদেশের নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম সরিয়ে দেওয়া হয়, যা নিয়ে ঢাকা শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভের মধ্যে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং বেশ কয়েকজন আদিবাসী ছাত্র আহত হন।

- Advertisement -

তাদের রক্ত রাজপথে ফেলা হয়, যা নিয়ে অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আদিবাসী নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা রক্তাক্ত হয়ে গেছে, যা অত্যন্ত মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হয়ে এসেছে। আমরা সংবিধানে বৈষম্য দূর করতে চাই, অথচ সংবিধানের নামে আদিবাসীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের ইমান ঠিক আছে তো?”

এর আগে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক সংগঠন পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দটি পুনরায় সংযোজনের দাবি জানিয়েছিল, যা সরকারের সিদ্ধান্তে বাতিল করা হয়। এর পরই ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং রক্তপাত ঘটে ঢাকার রাস্তায়।

- Advertisement -

Related Articles

Latest Articles