
অবশেষে ধরা হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামেও পরিচিত, তার বয়স ৩০।
মুম্বাই পুলিশ বলছে, সাইফকে হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। তিনি পাঁচ থেকে ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে তারা। খবর টাইমস অফ ইন্ডিয়া।
রোববার ভোরে তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ডিসিপি দীক্ষিত গেদাম টাইমস অফ ইন্ডিয়াকে জানান, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি বলে অনুমান করার প্রাথমিক প্রমাণও রয়েছে। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশী নাগরিক।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি প্রথমবার সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করেন। বর্তমান নাম হিসেবে বিজয় দাস ব্যবহার করছিলেন অভিযুক্ত হামলাকারী। অভিযুক্ত সবাই মুম্বাই ও এর আশেপাশেই বসবাস করতেন এবং তারা একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন।
এদিকে এর আগে মুম্বাইয়ে আরেক সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।