-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

‘আমি তিন, আর তুমি?’ মেক্সিকান সমর্থকদের উস্কানির জবাবে মেসি

'আমি তিন, আর তুমি?' মেক্সিকান সমর্থকদের উস্কানির জবাবে মেসি
লিওনেল মেসি

২০২৫ সালের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। আলেজিয়ান্ট স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে প্রথম প্রাক-মৌসুম ম্যাচে গোল করার পাশাপাশি ব্যতিক্রমী উদযাপনের কারণে আরও বেশি নজর কাড়লেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের ৩৪তম মিনিটে সুয়ারেজের পাসে মেসি সমতা ফেরানো গোলটি করেন। গোলটি উদযাপন করতে গিয়ে মেসি মেক্সিকান সমর্থকদের দিকে তাকিয়ে নিজের জার্সি দেখিয়ে তিনটি আঙুল দেখান। ধারণা করা হচ্ছে, এটি আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের দিকে ইঙ্গিত করছিল। আর মেক্সিকোর শূন্য বিশ্বকাপ শিরোপার ইতিহাসকে তুলনার কেন্দ্রে নিয়ে আসতেই এমনটা করেন মেসি।

- Advertisement -

এমন উদযাপন পুরো ম্যাচের পরিবেশকে উত্তপ্ত করে তোলে। মেক্সিকান সমর্থকরা মেসিকে শুরু থেকেই কটূক্তি এবং বাঁশি বাজিয়ে উস্কানি দিচ্ছিলেন। মেসির উদযাপনের পর সেই শোরগোল আরও বেড়ে যায়। তবে সোশাল মিডিয়ায় মেসির এই জবাব সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ প্রশংসা করেছেন তার আত্মবিশ্বাসের, আবার কেউ এটিকে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল বলে আখ্যা দিয়েছেন।

ঘরের মাঠে চিটাগাংকে টানা দুই হারের লজ্জায় ফেললো বরিশালঘরের মাঠে চিটাগাংকে টানা দুই হারের লজ্জায় ফেললো বরিশাল
ইন্টার মিয়ামির জন্য ম্যাচটি ছিল প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি। জাভিয়ের মাশ্চেরানোর কোচ হিসেবে অভিষেক হওয়া এই ম্যাচে লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো অভিজ্ঞ তারকারা শুরু থেকেই মাঠে নামেন।

নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরায় মিয়ামি। এরপর পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মিয়ামি।

মেসি এবং মেক্সিকান সমর্থকদের মধ্যে উত্তেজনা নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে মেক্সিকোর ২-০ গোলের পরাজয় এবং মেসির একটি বিতর্কিত ভিডিও দুই দলের সমর্থকদের মধ্যে সম্পর্ক আরও তিক্ত করেছিল। সেই ঘটনার ধারাবাহিকতাতেই এই প্রীতি ম্যাচেও উত্তাপ লক্ষ্য করা যায়।

এই জয়ের পর ইন্টার মিয়ামি পাঁচটি প্রস্তুতি ম্যাচের প্রথম ধাপ সম্পন্ন করল। তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি লিমায় ইউনিভার্সিটারিও ডে দেপোর্তেসের বিপক্ষে। এরপর ২ ফেব্রুয়ারি পানামায়, ৮ ফেব্রুয়ারি হন্ডুরাসে এবং ১৪ ফেব্রুয়ারি অরল্যান্ডো সিটির বিপক্ষে ট্যাম্পায় খেলার মাধ্যমে প্রস্তুতি শেষ করবে।

ম্যাচ শেষে মেসি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি গোল উদযাপন করছেন। ক্যাপশনে লেখেন, ‘প্রথম প্রাক-মৌসুম ম্যাচ’ এবং যোগ করেন একটি সবুজ চেক চিহ্ন। তার এই সংক্ষিপ্ত বার্তায় বোঝা যায়, বিতর্ক এড়িয়ে ম্যাচে নজর দিতে চান তিনি। তবে তার উদযাপন ঘিরে সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক এখনও অব্যাহত।

- Advertisement -

Related Articles

Latest Articles