9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সঙ্গী দুই নৌকায় পা দিয়ে চলছেন না তো? কীভাবে বুঝবেন?

সঙ্গী দুই নৌকায় পা দিয়ে চলছেন না তো? কীভাবে বুঝবেন? - the Bengali Times
ছবি সংগৃহীত

সম্পর্ক যতই পুরনো হোক, উল্টো দিকের মানুষের মনে কী চলছে সেটা বোঝা একেবারে সহজ নয়। দেশ-বিদেশের বিভিন্ন সমীক্ষা জানাচ্ছে, অধিকাংশ সম্পর্কই ভাঙে প্রতারণার কারণে। অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছেন কি না,বোঝা সহজ না হলেও খুব কঠিন নয়। অনেক সময় উল্টোদিকের মানুষটির আচরণেই লুকিয়ে থাকে তার ইঙ্গিত। তবে সব লক্ষণ একেবারেই সকলের জন্য প্রযোজ্য নয়। ‘বেনিফিট অফ ডাউট’ কতটা দেবেন, সেটা অবশ্য আপনাকেই ঠিক করতে হবে।

চোখে চোখ রেখে কথা বলতে সমস্যা
ভালোবাসার মানুষটির চোখে হারিয়ে যেতে কে না চান। কিন্তু সঙ্গী কি কথা বলার সময় আপনার চোখে চোখ রাখেন না। কথা বলার সময় মাটির দিকে তাকিয়ে কিংবা ‘লুক চিট’করে থাকলে, বিষয়টি একেবারেই হাল্কা ভাবে নেবেন না। হতে পারে তিনি গোপনে এমন কিছু করেছেন, যে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস হারিয়েছেন। অনেক দিন ধরে এই বিষয়টি চললে, কোনও কিছু অনুমান করে নেওয়ার আগে কথা বলুন সঙ্গীর সঙ্গে। পারস্পরিক কথোপকথনে অনেক জটিলতা স্পষ্ট হতে পারে।

- Advertisement -

ফোন লুকিয়ে রাখা
মোবাইল ফোন অত্যন্ত ব্যক্তিগত বিষয়। মোবাইলের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা ভুল নয়। তবে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়া কিন্তু স্বাভাবিক বিষয় ও নয়। আপনার সঙ্গে থাকলে সঙ্গী কি লুকিয়ে ফোন ব্যবহার করেন কিংবা সঙ্গীর অনুপস্থিতে তার ফোন ধরলেই কি তিনি চেঁচামেচি শুরু করেন। ফোন নিয়ে এমন মাত্রাতিরিক্ত গোপনীয়তা স্বাভাবিক নয়। ফোনেই কোনও রহস্য লুকিয়ে আছে কি না, সেটা একবার কথা বলে পরিষ্কার করে নিতে পারেন।

খাপছাড়া উত্তর
সারা দিন কী ভাবে কাটল, সেসব বিস্তারিত জানান সঙ্গীকে। কিন্তু সঙ্গীর কাছে তার সারা দিনের রুটিন জানতে চাইলেই কি এড়িয়ে যাচ্ছেন। এক বার ভেবে দেখতে পারেন সঙ্গী আপনার থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন কি না। আবার এটাও হতে পারে তিনি হয়তো কোনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই মানসিক ভাবে অস্থির না হয়ে খোলাখুলি কথা বলে নিলে জটিলতা দূর হতে পারে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles