
কিছুদিন আগে বলিউড অভিনেতা সাইফ আলি খানের নিজ বাড়িতে তার ওপর হামলা করে দুর্বৃত্তকারীরা। অভিনেতাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অভিনেতার এই সময়ে শারীরিক অবস্থা বিবেচনায় তার কাছে পরিবারের বাইরের কাউকে আসতে দেওয়া হয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খানেরা সাইফের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন। সোশ্যালে ছড়িয়ে পড়া সেসব ছবি মূলত এআই দিয়েই তৈরি করা হয়েছে।
সেসব ছবিগুলো নিয়ে বলা হচ্ছে, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খানেরা হাসপাতালে সাইফকে দেখতে যান। ছবিতে দেখা যায়, সাইফ আলি খান হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মন খারাপ। তার দিকে তাকিয়ে আছেন তাকে দেখতে যাওয়া অভিনেতারা।
ভাইরাল হওয়া সেই ছবিগুলোর পোস্টের নিচে একজন শাকিব খান ভক্ত মন্তব্য করেছেন এআই দিয়ে শাকিব খানকে সাইফ আলি খানের পাশে নিয়ে যাওয়া যায় না?
এমন মন্তব্যের পর দেরি না করে সঙ্গে সঙ্গে এক ভক্ত এআই দিয়ে শাকিব খানকে সাইফ আলি খানের কাছে নিয়ে গেলেন। যেই ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান সাইফ আলিকে দেখতে হাসপাতালে গেছেন।