16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মালা বিক্রেতা মোনালিসা এবার ‘পুষ্পা ৩’ সিনেমায়!

মালা বিক্রেতা মোনালিসা এবার ‘পুষ্পা ৩’ সিনেমায়! - the Bengali Times

মোনালিসা ভোঁসলে ছবি সংগৃহীত

বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল রাধারাণী, দাম মাত্র এক পয়সা। কিন্তু হঠাৎই এল বৃষ্টি, কেনাবেচা উঠল মাথায়। ১৮৮৬ সাল নাগাদ রাধারাণীকে নায়িকা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রায় ১৩৯ বছর পর তেমনই এক মালা বিক্রেতাকে পাওয়া গেল আর এক মেলায়। মাহেশ থেকে প্রায় সাত-আটশো কিলোমিটার দূরে এলাহাবাদে- মহাকুম্ভের মেলায়। আর সেই মালা বিক্রেতাকে নিয়েই গোটা ভারত উত্তাল। যার নাম মোনালিসা।

- Advertisement -

১৫০৩ সাল থেকে ২০২৫ সাল- যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহ্যিক রূপ হয়তো বদলেছে, তবে কয়েক শতক পেরিয়েও মোনালিসার আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি। তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিই হোক কিংবা কুম্ভমেলার পাথরের মালা বিক্রেতা তরুণী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌন্দর্য পিয়াসীর নজরে আরও একবার ঝড় তুলেছে মোনালিসা ভোঁসলে। ইন্দোরের ষোড়শীর চোখের মায়ায় বুঁদ গোটা ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন শুধুই তিনি!

এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রিই হচ্ছিল না। তাই মেলা ছেড়ে চলে গিয়েছেন মোনালিসা। তবে যা হয়, সবটা নাকি ভালোর জন্য হয়!

এরই মধ্যে শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। স্বয়ং আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাকে অভিনয়ের প্রস্তাব দিতে বলেছেন।

সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল! যে মেয়ে স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনওদিন। বাড়িতে মা-বাবা, তিনি একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই পেশা। সে কিনা ভাইরাল হওয়ার পর সরাসরি এবার পা রাখছেন সিনেমায়।

যদিও ভাইরাল হওয়ার পর বিরক্ত হয়েই মোনালিসা বলেছিলেন, ‘লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পেছনে লোক দৌড়োচ্ছে। এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল।’

- Advertisement -

Related Articles

Latest Articles