-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

মোদীর ট্রাম্পকার্ডে শেখ হাসিনার ভাগ্য কতটুকু বদলাবে?

মোদীর ট্রাম্পকার্ডে শেখ হাসিনার ভাগ্য কতটুকু বদলাবে?
ছবি সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন বিশ্লেষকরা।

২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে আন্দোলন সংশ্লিষ্ট অসংখ্য মামলা রুজু হয়েছে, যা দ্রুত নিষ্পত্তির দাবি তুলছে বিভিন্ন মহল।

- Advertisement -

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তনের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়তে পারে। তারা মনে করেন, ট্রাম্প প্রশাসন দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে চাপ সৃষ্টি করতে পারে। নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই অবস্থানকে আরও জোরালো করবে।

তবে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বরাবরই নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং অর্থনৈতিক স্বার্থের দিকে বেশি মনোযোগী থাকবে বলেও মত দিচ্ছেন অনেকে।

এদিকে, ট্রাম্পের ক্ষমতায় আরোহণে ইতোমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রাম্পের শপথ গ্রহণকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বলে উল্লেখ করছেন। দলের নেতারা মনে করছেন, বিদায়ী বাইডেন প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসন ভিন্ন কৌশল নেবে।

ট্রাম্পের নীতিতে ভারতের লবির শক্তিশালী প্রভাব থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদিও শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতিতে এই প্রভাব কতটা গভীর হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছে। এমতাবস্থায়, আন্তর্জাতিক সমর্থন নির্বাচনী প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে, নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক শেখ হাসিনার ভাগ্যে ঠিক কতটুকু বদল আনবে, সময়ই তা বলে দেবে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

- Advertisement -

Related Articles

Latest Articles