
কাজের চেয়ে নানান ইস্যুতেই আলোচনা-সমালোচনায় বেশি থাকেন জায়েদ খান। বিশেষ করে তার ডিগবাজির জন্য। গেল বছর একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে নাচের স্টেপ ভুলে যান অভিনেতা। পরে একটি ডিগবাজি দিয়ে সেটি পূরণ করেন জায়েদ।
এরপর থেকেই অভিনেতার ডিগবাজি ভাইরাল নেটদুনিয়ায়। এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে। এবার যুক্তরাষ্ট্রে বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন রক্ষা করলেন জায়েদ।
সংবাদের শিরোনাম হয়ে থাকার জন্যই এমনটা করেন হিনা: রোজলিনসংবাদের শিরোনাম হয়ে থাকার জন্যই এমনটা করেন হিনা: রোজলিন
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন জায়েদ। ক্যাপশনে লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।
জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের ওপরে ডিগবাজি দেন জায়েদ। এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম।
একটি অনুষ্ঠানে অংশ নিতেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই শোবিজের এই তারকারা। এর আগেও একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদকে।
গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন জায়েদ। এরপরও থেমে থাকেননি তিনি। সুস্থ হয়ে আবারও ফিরেছেন নিজের সিগনেচার স্টাইলে।