প্রস্তাবিত কর অব্যাহতি ভোক্তাদের জন্য কাজে আসলেও তিন সপ্তাহের মধ্যে এই পরিবর্তন বাস্তবায়ন করতে গিয়ে স্টোরগুলোকে যে পরিমাণ কাজ করতে হবে তা রীতিমতো চ্যালেঞ্জিং। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কানাডার ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
এটা বিশৃঙ্খলা। অনেক খুচরা বিক্রেতারাই এখন সবচেয়ে ব্যস্ত মৌসুম পার করছে এবং এখন তাদেরকে তাদের পয়েন্ট অব সেলস মেশিন রিপ্রোগামিং করতে হবে। তবে একবার নয়, দুইবার। কারণ, কিছু আইটেমের ওপর থেকে কর বাদ দিতে হবে এবং এরপর আবার তা ফিরিয়ে আনতে হবে।
কোনো হবি শপ মালিক হয়তো মডেল এয়ারপ্লেনের জন্য কর সমন্বয় করলেন। কিন্তু উড়োজাহাজে যে আঠা বা পেইন্ট ব্যবহার করা হবে তা করযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাবে।
হলিডের আগে ও পরে তাদের পয়েন্ট অব সেল ডিভাইস প্রতিবার রিপ্রোগ্রামিংয়ে তাদের খরচ হয় ৫০০ ডলার।
ঘোষিত প্রস্তাবিত পরিবর্তনের আওতায় থেকে দুই মাসের জন্য নির্ধারিত কিছু পণ্যের ওপর জিএসটি ও এইচএসটি স্থগিত থাকবে। এসব পণ্যের মধ্যে রয়েছে শিশুদের পোশাক, স্ন্যাকস, রেস্তোরাঁর খাবার এবং বিভিন্ন ধরনের মুদিপণ্য।
তালিকাটি বিস্তৃত হওয়ায় কোন পণ্য কর অব্যাহতি পাচ্ছে আর কোনটি পাচ্ছে না তা নির্ধারণ করা কঠিন। আমরা হাজারো পণ্য বিক্রি করি এবং আমি মনে করি, সব খাদ্য ও পানীয় এর অন্তর্ভুক্ত হবে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.