অন্টারিওতে ইন্টিমেট পার্টনার সহিংসতাকে দ্রুত মহামারি হিসেবে ঘোষণা দেওয়ার জন্য নতুন করে দাবির মুখে পড়েছে ফোর্ড সরকার। এ বছরের গোড়ার দিকে এটিকে মহামারি ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এ নিয়ে তাড়াহুড়া করবে না বলে জানিয়েছে সরকার।
কুইন’স পার্কে সোমবার উভয় পক্ষের রাজনীতিকরা ইন্টিমেট পার্টনার সহিংসতায় নিহতদের সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা প্রদর্শন করেন। যে জীবনগুলো গেছে সেগুলোর স্বীকৃতি দিতে অনেকে বেগুনি পোশাক পরে আসেন। সরকারি ও বিরোধীদলের মধ্যকার ঐক্য এখানেই শেষ হয়। কারণ, অন্টারিও এনডিপি ইন্টিমেট পার্টনার সহিংসতাকে এখনই মহামারি ঘোষণার দাবি তোলে।
প্রশ্নোত্তর পর্বের শেষে আবাসনমন্ত্রী পল ক্যালান্ড্রা এবং এনডিপি এমপিপি জিল অ্যান্ড্রুসকে চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইন্টিমেট পার্টনার সহিংসতা নিয়ে আরেকটি প্রশ্নের পর উচ্চবাচ্য করলে এই আদেশ দেওয়া হয় তাদের।
এটিকে মহামারি ঘোষণার ব্যাপারে এনডিপির অনুরোধ রক্ষার ব্যাপারে সরকার এত উদাসীন কেন জানতে চাইলে উইমেন’স সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি বিষয়ক সহযোগী মন্ত্রী শারমেইন উইলিয়ামস বলেন, আমি এ নিয়ে তড়িঘড়ি করতে চাই না। এই খাতে আমি ২০ বছর কাজ করেছি। আমরা জানি যে, কিছু কাজ আমরা করতে পারি এবং আমরা সরকার। আমি এই সহিংসতার মূল যে কারণ সেখানে যেতে চাই।
অন্টারিও এনডিপির নেতা মারিট স্টাইলিস বলেন, এজন্য যেসব গবেষণার প্রয়োজন তা আগেই করা হয়েছে। ইন্টিমেট পার্টনার সহিংসতাকে মহামারি ঘোষণা করার সঙ্গে যে ব্যয় জড়িত তা এড়াতেই এই অচলাবস্থা তৈরি করেছে সরকার। কী দরকার সরকার তা সুনির্দিষ্টভাবেই জানে। তাদের কাছে পথরেখা রয়েছে। তারা কেবল চাকাটি ঘোরাচ্ছে এবং এটা অনেকের কাছেই অপমানজনক।
প্রিমিয়ার ডগ ফোর্ডও সোমবার বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, কোনো নারীর বিরুদ্ধে যাতে সহিংসতা না ঘটে তা নিশ্চিত করার পক্ষে আমাদের শতভাগ অবস্থান। আমার চার কন্যা। কেউ যদি আমার কন্যাদের স্পশ করে তাহলে সেটা হবে তাদের জীবনের সবচেয়ে বাজে দিন। এটা সবার ক্ষেত্রেই। এটা অগ্রহণযোগ্য। নারী বা অন্য যে কারো বিরুদ্ধে সহিংসতার ব্যাপারে আমার নীতি জিরো টলারেন্স।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.