অন্টারিওর একটি কলেজ কয়েক ডজন প্রোগ্রাম বাতিল করছে। সেই সঙ্গে কর্মী সংখ্যাও কমাচ্ছে। সরকারের নীতি পরিবর্তন এবং সাংগঠনিক পরিবর্তনের ফলে শিক্ষার্থী ভর্তি কমে যাওয়ার সম্ভাবনা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজটি।
শেরিডান কলেজের যে ৪০টি প্রোগ্রাম বাতিল করা হচ্ছে তার মধ্যে রয়েছে ফ্যাকাল্টিজ অব অ্যানিমেশন, আর্টস অ্যান্ড ডিজাইন; অ্যাপ্লায়েড হেলথ অ্যান্ড কমিউনিটি স্টাডিজ; হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে; অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পিলন স্কুল অব বিজনেস।
শেরিডান কলেজ তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় বলেছে, এসব প্রোগ্রামের সব শিক্ষার্থী গ্র্যাজুয়েট সম্পন্নের সুযোগ পাবে। তবে নতুন করে প্রথম বর্ষে এসব প্রোগ্রামে কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না।
ব্র্যাম্পটন, মিসিসোগা এবং ওকভিলে ক্যাম্পাস রয়েছে কলেজটির। তারা বলেছে, যেসব গ্রোগ্রাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে সেগুলোর মধ্যে কিছু মে মাসে কার্যকর হবে। সামনের মাস ও বছরগুলোতে পর্যায়ক্রমে বাকি প্রোগ্রামগুলো বাতিল করা হবে।
শেরিডান কলেজ তাদের পোস্টে বিষয়টির ব্যাখ্যা করে বলেছে, দ্রুত বদলে যাওয়া ও জটিল পরিস্থিতিতে কীভাবে কার্যক্রম পরিচালনা করা হবে দেশজুড়ে বহু কলেজ ও বিশ^বিদ্যালয় তা পরীক্ষা করে দেখতে বাধ্য হচ্ছে। যেসব বিষয়ের পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নিতে হচ্ছে তার মধ্যে রয়েছে সরকারের নাটকীয় নীতি পরিবর্তন, অর্থনৈতিক চাপ, সামাজিক ও প্রযুক্তিগত বিশৃঙ্খলা এবং শিক্ষাভর্তি হ্রাস ও পুরো খাতের পুনর্বিন্যাস।
এ বছরের গোড়ার দিকে অটোয়া এক ঘোষণায় জানায়, আবাসন স্বল্পতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিজনিত সমস্যা মোকাবিলায় তারা আন্তর্জাতিক শিক্ষার্থী অনুমতি কমিয়ে আনতে যাচ্ছে। কাউন্সিল অব অন্টারিও ইউনিভার্সিটিজ গত মাসে জানায়, আন্তর্জাতিক শিক্ষার্থীভর্তি সীমিত করার ফলে অন্টারিওর স্কুলগুলোর রাজস্ব ক্ষতি হবে প্রায় ১০০ কোটি ডলার।
শেরিডান কলেজ বলেছে, আগামী বছর তাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ শতাংশ কম হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই সংকোচন প্রতিষ্ঠনকে টেকসই করার লক্ষ্যে; শিক্ষার গুনগতমানের সঙ্গে আপোষ নয়। প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশে^র সঙ্গে নিজেদের গড়ে তুলতে আমাদের শিক্ষার্থীদের উৎসাহ প্রদান অব্যাহত রাখব আমরা।
এ ছাড়া আরও ২৭টি প্রোগ্রামের দক্ষতা পর্যালোচনা করবে কলেজ কর্তৃপক্ষ। শেলডন কলেজ একইসঙ্গে কর্মীর সংখ্যাও কমিয়ে আনবে। তবে কত সংখ্যক কর্মী এর শিকার হবে তা জানায়নি কলেজ কর্তৃপক্ষ।