-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বাবর আজমের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে তলব

বাবর আজমের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে তলব

ছবি সংগৃহীত

পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণ, হেনস্থা, ব্ল্যাকমেইল এবং আর্থিক শোষণের অভিযোগ আনা নারীকে তলব করেছে লাহোর হাইকোর্ট। মামলায় ওই নারী অভিযোগ করেছেন, বাবর আজম ২০১০ সালে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন।

বৃহস্পতিবার লাহোর হাইকোর্টের বিচারপতি আসজাদ জাভেদ গুরাল তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন, যেন ওই নারীর বক্তব্য রেকর্ড করা হয় এবং পরবর্তী শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়।

- Advertisement -

বিচারপতি আরও জানান, যদি ওই নারী মামলাটি চালিয়ে যেতে না চান, তাহলে এটি খারিজ করা উচিত।

মামলায় ওই নারী দাবি করেন, তিনি এবং বাবর আজম দীর্ঘ সময় ধরে সম্পর্কের মধ্যে ছিলেন। সম্পর্কে থাকার সময় তিনি গর্ভধারণ করেছিলেন, কিন্তু বাবর আজম তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিয়েছিলেন।

এ বিষয়ে ওই নারী অভিযোগে বলেন, বাবর আজম তাকে আশ্বস্ত করেছিলেন যে তাকে বিয়ে করবেন এবং জানিয়ে ছিলেন যে, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়া তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না।

এ বিষয়ে ওই নারী আদালতে মেডিকেল ডকুমেন্টসও সংযুক্ত করেছেন। যা তার গর্ভপাত এবং বাবর আজমের সঙ্গে সম্পর্কের প্রমাণ হিসেবে দেখিয়েছেন।

তিনি আরও জানান, তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় নাসিরাবাদ পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করার চেষ্টা করেছিলেন। তবে বাবর আজম বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর বিষয়টি সমাধান হয়।

অভিযোগকারী ওই নারী আরও উল্লেখ করেছেন, বাবর আজম বিখ্যাত ক্রিকেট তারকা হওয়ার পর তাকে উপেক্ষা করেছেন এবং বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি।

বাবর আজমের আইনজীবী অবশ্য তার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, এই অভিযোগগুলো কেবল ক্রিকেটারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই আনা হয়েছে।

বাবর আজমও এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, দাবিগুলো ‘মিথ্যা’ এবং ‘দূষণীয়’।

- Advertisement -

Related Articles

Latest Articles