9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

শো স্টপার হয়ে র‍্যাম্প মাতালেন রুনা খান

শো স্টপার হয়ে র‍্যাম্প মাতালেন রুনা খান
রুনা খান

সচরাচর র‍্যাম্পে হাঁটতে দেখা যায় না রুনা খানকে। তবে এবার সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া আর্কা ফ্যাশন উইকে আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে তান-এর শো স্টপার হয়ে স্টেজ মাতালেন এই অভিনেত্রী।

ডিজাইনার তানহা শেখের স্ট্রাকচার্ড করসেট ড্রেসে রুনা খান একই সঙ্গে ‘শো স্টার্টার’ আর শো স্টপারের ভূমিকায় নিজেকে উপস্থাপন করেছেন। রুনা খানের এই লুকটি যেমন ছিল গ্রেসফুল তেমনি বোল্ড।

- Advertisement -

অভিনয়ের বাইরে র‍্যাম্পে হাঁটতে ঠিক কতটা উপভোগ করেন, এই প্রশ্নের উত্তরে রুনা জানান, ‘আমি র‍্যাম্পে হাঁটা খুবই উপভোগ করি। এমনকি র‍্যাম্পে অন্যদের হাঁটা দেখতেও ভীষণ পছন্দ করি। এর আগে এই আলোকিতেই মাহিন খানের শো-স্টপার হিসেবে খাদি উৎসবে র‍্যাম্পে হাঁটি। সেবারও ভীষণ উপভোগ করেছিলাম, এবারও তাই।’

এরপর তিনি আরও বলেন, ‘তান একজন তরুণ ডিজাইনার। তার ডিজাইন আমি খুবই পছন্দ করি। তরুণ প্রজন্মের কাছ থেকে কোনও কাজের অফার আসলে আমি খুবই আনন্দের সঙ্গে, ভালোবেসে সেই কাজের সঙ্গে যুক্ত হই। তানহা শেখকে আন্তরিক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।’

- Advertisement -

Related Articles

Latest Articles