10.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান “ দেশটা করোর বাপের না’’ : অভিনেত্রী চমক

ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান “ দেশটা করোর বাপের না’’ : অভিনেত্রী চমক
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

পরিমনির পর এবার খেপলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শিল্পীদের স্বাধীনভাবে পাবলিক গ্রাউন্ডে কোনো কাজে বাধা দেওয়া নিয়ে তিনি মুখ খুললেন। রবিবার রাত সাড়ে ৯টায় অভিনেত্রী চমক তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ প্রসঙ্গ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে তিনি লেখেন, আমি বুজলাম না , সবকিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেনো? এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকে নিয়ে এতো মাথাব্যাথা , তাদেরকে বাদ দিয়ে একটা দেশের বুদ্ধিমনন , নিজস্বতা , ইন্টেলেকচুয়াল প্রপার্টি , গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ , সাংস্কৃতিক বৈচিত্র্যতা ও উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শিকড় সংরক্ষণ এগুলো কি আদৌও সম্ভব ???

- Advertisement -

তিনি আরও লেখেন,এই শিল্পীদের মধ্যেই কয়েকজন যারা জীবনের ভয় না করে,কয়েকদিন আগেই রাজপথে নেমেছিলো দেশ আর দেশের মানুষকে ভালোবেসে , তাদেরকে আমরা নিমিষেই ভুলে যাই । অথচ তাদের কন্ঠস্বর ছিল নির্ভীক , তাদেরকে সহজেই জামাত শিবির ট্যাগ দিয়ে চুপ করানো যায় নি , তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিলো তাদের লাখো-কোটি ভক্ত অনুসারী l যারা আপনাদের পাশে দাড়িয়েছে দেশকে ভালোবেসে , তাদেরকে এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা ???

দেশ ও দেশের মানুষকে ভালবাসা প্রসঙ্গে তিনি লেখেন, এবং আপনারা আসলে কারা ??? আপনাদের আসল উদ্যেশ্যে কি ??? এই দেশ আমাদের সবার , এই দেশের মাটিতে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার ,এই দেশকে আমরা ভালোবাসি , নিজের জীবনের থেকেও বেশি । আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগড়া দিতে আসলে , আমরা ধরে নিব , আপনারা আর যাই হোক এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসেন না !

ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান “ দেশটা করোর বাপের না’’

- Advertisement -

Related Articles

Latest Articles