17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক সিরিয়ালের এই নায়িকা

২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক সিরিয়ালের এই নায়িকা - the Bengali Times
ছবি সংগৃহীত

মাত্র ২৩ বছর বয়সেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছেন এক তরুণী অভিনেত্রী। অভিনয়ে প্রতিটি এপিসোডে তার পারিশ্রমিক ১৮ লাখ টাকা, যা তাকে টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম করে তুলেছে।

কেবল টেলিভিশনে নয়, সোশ্যাল মিডিয়া এবং ব্যবসায়েও দারুণ সফল এই অভিনেত্রী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। মুম্বাইয়ে ২০০১ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর নাম জান্নাত জুবায়ের। শিশুশিল্পী হিসেবে তার অভিনয়ের শুরু হলেও, অল্প সময়ের মধ্যেই তিনি নিজের অসাধারণ প্রতিভার মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ তারকা হয়ে উঠেছেন।

- Advertisement -

তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’, এবং ‘তু আশিকি’। এছাড়া তিনি রানী মুখার্জির অভিনীত সিনেমা ‘হিচকি’-তে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আর রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এ অংশ নিয়ে তিনি ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’র খেতাব অর্জন করেছেন।

মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কেনা এই তরুণী এখন অনেকের কাছে অনুপ্রেরণা। নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণের পাশাপাশি, তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবেও সফল। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৫ কোটি ফলোয়ার রয়েছে, এবং তার প্রতিটি পোস্ট থেকেও তিনি উপার্জন করেন।

এই তরুণী অভিনেত্রী তার প্রতিভা, পরিশ্রম, এবং ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে নিজেকে একটি নতুন মাপকাঠিতে নিয়ে গেছেন, এবং তিনি আরও নতুন উচ্চতায় পৌঁছানোর পথে।

- Advertisement -

Related Articles

Latest Articles