14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঘরে ফেরার কোনো সহজ রাস্তা নেই, ভিরাটের উদ্দেশে আনুশকা

 

ঘরে ফেরার কোনো সহজ রাস্তা নেই, ভিরাটের উদ্দেশে আনুশকা - the Bengali Times
ছবি সংগ্রহ

সম্প্রতি ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব হারিয়েছেন ভিরাট কোহলি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে সময় কাটিয়েছেন কোহলির দল। এমন মুহুর্তে ভিরাটের পাশে আছেন স্ত্রী আনুশকা শর্মা।

- Advertisement -

শনিবার, চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তা পোস্ট করে স্বামীকে মনে করে দিয়েছেন বলিউড অভিনেত্রী। পোস্টটির শুরু ভিরাটের প্রিয় গানের পংক্তি দিয়ে। বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, ঘরে ফেরার কোনো সহজ রাস্তা নেই।

এর পরেই আনুশকা লিখেছেন, এই গান তোমার প্রিয়। এই গানের শব্দগুলোকে সম্বল করেই তুমি বেঁচে থেকেছ। এই গানের কথা সম্পর্কের ক্ষেত্রেও খুব সত্যি। আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। প্রয়োজনে আমার কথা শোনার জন্য হৃদয়ের দরজা খুলে রেখেছ, ধন্যবাদ।

আনুশকা আরও লেখেন, দুনিয়া কেবল ধারণার উপর ভিত্তি করে চলে। সেখানে তোমার মতো মানুষ হতে গেলে প্রচণ্ড সাহসের দরকার। সমানে সমানে বিয়ে তখনই সম্ভব, যখন দু’জনেই একটা নিরাপদ জীবনে দাঁড়িয়ে। আর তুমি আমার দেখা সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ মানুষ।

বলিউড অভিনেত্রীর ভাষ্য, তারা সত্যিই ভাগ্যবান। যারা তোমাকে কাছ থেকে চেনেন। তোমাকে নিয়ে যে সব ধারণা প্রচলিত আছে, এর বাইরে গিয়ে জানেন তোমাকে। সব সাফল্যের আড়ালে তোমার মনকে চিনতে হবে। এভাবেই যেন ভালোবাসা, সততা, শ্রদ্ধা আর বিশ্বস্ততা আমাদের পথ দেখায়।

- Advertisement -

Related Articles

Latest Articles