-0 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

চার বছরের মধ্যে অন্টারিওর প্রত্যেকের জন্য পারিবারিক চিকিৎসকের প্রতিশ্রুতি ক্রম্বির

চার বছরের মধ্যে অন্টারিওর প্রত্যেকের জন্য পারিবারিক চিকিৎসকের প্রতিশ্রুতি ক্রম্বির
অন্টারিও লিবারেল পার্টির নেতা বনি ক্রম্বি সোমবার আগামী চার বছরের মধ্যে প্রত্যেকের জন্য পারিবারিক চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা ঘোষণা করেছেন

অন্টারিও লিবারেল পার্টির নেতা বনি ক্রম্বি সোমবার আগামী চার বছরের মধ্যে প্রত্যেকের জন্য পারিবারিক চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা ঘোষণা করেছেন। পাশাপাশি নির্বাচিত হলে প্রিমিয়ারশিপের প্রথম মেয়াদেই তিনি অন্টারিওর সব বাসিন্দার জন্য জিপির ব্যবস্থা করারও অঙ্গীকার করেছেন।

সোমবার প্রকাশ করা ক্রম্বির পরিকল্পনায় প্রদেশে নতুন দুটি মেডিকেল স্কুল স্থাপন এবং বিদ্যমান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিশনগুলোর সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে। মেডিকেল স্কুলে আসন এবং রেসিডেন্সি পজিশন দ্বিগুণ করার উদ্যোগের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন তিনি।

- Advertisement -

একইসঙ্গে রোগীরা ওয়াক-ইন-ক্লিনিকে সেবা চাইলে রোগী ও চিকিৎসকদের শাস্তি দেওয়া বন্ধ করারও প্রতিশ্রুতি দিয়েছেন ক্রম্বি। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, আমি একজন পারিবারিক চিকিৎসক খুঁজে পান না। অপেক্ষমাণ সময় ব্যাপক বেড়েছে। এবং হাসপাতালগুলো প্রকৃতপক্ষে যাদের সেবা পাওয়া খুব জরুরি তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। চিকিৎসকের সঙ্গে আপনার একটি আস্থার সম্পর্ক থাকাটা খুব দরকার। কারণ, আপনার বয়স, স্বাস্থ্যের অবস্থা যাই হোক অথবা আপনি যেখানেই বসবাস করেন না কেন তিনি সব সময় তৈরি থাকবেন এবং আপনার স্বাস্থ্যের জন্য সবকিছুই করবেন।

এই বসন্তেই অন্টারিওতে আগাম নির্বাচন হতে পারে, এমন সম্ভাবনার মধ্যে ক্রম্বি তার পরিকল্পনা প্রকাশ করলেন। তিনি তার পরিকল্পনায় সন্ধ্যা এবং সপ্তাহান্তে অ্যাপয়ন্টমেন্টের ব্যবস্থা করে ফ্যামিলি মেডিসিন আধুনিকায়ন করার অঙ্গীকারও করেছেন।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড সম্প্রতি অন্টারিওতে পারিবারিক চিকিৎসক আকৃষ্ট করা ও তাদের ধরে রাখতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপের মধ্যে রয়েছে যারা প্রদেশে পারিবারিক চিকিৎসক হতে চান তাদের জন্য টিউশনের ব্যয় বহনকারী একটি কর্মসূচির সম্প্রসারণ।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles