0.2 C
Toronto
বুধবার, মার্চ ১২, ২০২৫

নতুন লিডার নির্বাচনের পালা

নতুন লিডার নির্বাচনের পালা
নতুন লিডার নির্বাচনের পালা

একটা সময় ছিল ইংরেজী নুতন বছর এলেই আমরা প্রিন্টেড রঙীন ক‍্যালেন্ডার, ডায়েরীর জন‍্যে উন্মুখ হয়ে থাকতাম। দুরের প্রিয়জনদেরকে দু লাইন লিখে দারুন সব ভিউকার্ড ডাকযোগে পাঠিয়ে দিতাম। সেই দুটো লাইন কথার প্রতিটি অক্ষরে থাকতো হৃদয়ের গহীন বনের মায়া মমতা, ভালবাসার ছোঁয়া। কোন বছর নুতন ক‍্যালেন্ডার উপহার না পেলে মন খারাপ হতো। সেসব দিন আজ নেই বললেই চলে। যান্ত্রিকতা এমনভাবে আমাদের সমাজে জগদ্দল পাথরের মত চেপে বসেছে যে কে যে কার আপন, কে কাকে ভালোবাসে তা আর বুঝা যায় না। স্বার্থপরতা, মিথ‍্যা, শঠতা দখল করেছে ডিজিটাল টেকনোলজির এই যুগে। এতদ্বসত্তেও কেউ কেউ ধরে রেখেছেন পুরনো সেই ট্রাডিশন। গোয়ালন্দের প্রথম ব‍্যাংক, সোনালী ব‍্যাংক গোয়ালন্দ বাজার শাখার বর্তমান ম‍্যানেজার স্নেহাস্পদ আব্দুর রহিম গোয়ালন্দেরই সন্তান। হঠাৎ করেই একটা কাজে তাঁর অফিসে গেলে তিনি এই বছরের একটি চমৎকার ডায়েরী ও ক‍্যালেন্ডার উপহার দেন। পুরনো দিনের নষ্টালজিয়ায় মন ভরে উঠে। আন্তরিক ধন‍্যবাদ তাঁকে এই মুল‍্যবান উপহারের জন‍্যে।

নতুন লিডার নির্বাচনের পালা

- Advertisement -

২. বিশ্বের বিখ‍্যাত পলিটিক্যাল এনালিষ্টদের পক্ষেও এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা অনেকটা কঠিন ব‍্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাজেই বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন কথা পারতপক্ষে বলতে চাই না। বরং যারা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর রাজবাড়ী, মাগুরা যান তাদেরকে বলি ফরিদপুরের কাছাকাছি রাস্তার পাশে একটা চুঁইঝাল রেষ্টুরেন্ট আছে। খাবার মোটামুটি মন্দ নয়। আমি সাধারণত রাস্তার পাশে কোন দোকানে খাই না, ধুলাবালির কারণে। গত ৩রা জানুয়ারি ঝিনাইদহ যাবার পথে সকালের নাস্তা খেলাম। নট ব‍্যাড। খিদে পেলে ট্রাই করতে পারেন।

৩. কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগের পর আবার শুরু হয়েছে লিবারেল পার্টির নুতন লিডার নির্বাচনের পালা। এই দেশে যখনই নির্বাচন আসে, যখনই নুতন লিডার নির্বাচনের সুযোগ আসে, তখনই আবার সেই ঘ‍্যানা প‍্যাচাল শুরু হয়। স্কুল, হাসপাতাল, চিকিৎসা, হাউজিং ইত‍্যদি সমস‍্যার কথা এমনভাবে বলবে যেন নির্বাচনের পর এসব সমস্যার আর কোন অস্তিত্ব থাকবে না। অথচ বাস্তবতা হলো, গত তিন দশকে এসব সমস‍্যার কোন সমাধানতো হয়ই নি, ক্রমান্বয়ে বেড়েই চলেছে। শিক্ষার মান বিশেষ করে প্রাথমিক শিক্ষার মান খুবই খারাপ। হাসপাতালের অব‍্যবস্হা, ডাক্তার সমস‍্যা প্রকট। হাউজিং মারাত্মক সমস‍্যা। কানাডার রাজনীতিকরা আরো বড় টাউট বলেই আমার অভিজ্ঞতা। এইসব ঘ‍্যানা প‍্যাচাল শুনতে চায় না বলেই এই দেশের অধিকাংশ মানুষের রাজনীতি নিয়ে তেমন আগ্রহ নেই।

 

৪. বিগত ষোল বছরে আওয়ামী লীগ সরকার অনেক ভুল করেছিল বলেই আজকে তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আজকে যারা ক্ষমতার কাছাকাছি অবস্থান করছেন, কেউ কেউ ক্ষমতার চেয়ারে বসে আছেন, তারা যেসব বক্তব্য বিবৃতি ও নুতন নুতন বয়ান হাজির করছেন যা বিগত ৫৪ বছর বলার সাহস পান নি, তা বলে চরম ভুল কাজ করছেন বলে আমার মনে হচ্ছে।

ফলে দুটো ঘটনা বা ফল আসবে। একটা হলো মারাত্মক সংঘাত শুরু হবে অচিরেই। দ্বিতীয়টা হলো, ভংগুর ও ক্ষমতাচ‍্যুত আওয়ামী লীগকে দ্রুত পুনর্গঠিত হয়ে ফিরে আসার সুযোগ করে দেয়া হচ্ছে এবং মানুষের সহানুভূতি তাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। দুঃখজনকভাবে জুলাই আগস্টের স্মৃতি মানুষ ভুলে যাবে, সবকিছু ছাপিয়ে মানুষ আবারও ৭১ সালের মত ঐক্যবদ্ধ হবে। অথচ এসবের কোন প্রয়োজন ছিল না যদি না নুতন করে ৭১ বিরোধী কোন বক্তব্য বিবৃতি তত্ত্ব হাজির করার চেষ্টা হতো।

মনে রাখা দরকার, ৭১ একটি মীমাংসিত বিষয়। আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সবকিছুকে ব্যবহার করার চেষ্টা করেছে, ফলে মানুষ দীর্ঘদিন এসব দেখতে দেখতে তাদের উপর চরম বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছিল। তার ফল তারা পাচ্ছে। তাইবলে এখন যারা মুক্তিযুদ্ধের ইতিহাস তথা মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার চেষ্টা করছেন, ৭১ সালে নিজেদের ভুমিকা ভুল ছিল সে কথা স্বীকার না করে ৭১ এর মুক্তিযুদ্ধই ভুল ছিল বলে বয়ান হাজির করছেন তাদের মনে রাখা দরকার, আপনারা নুতন করে দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যার সমাধান নুতন আরো একটি যুদ্ধ যা দেশের কাউকেই নিরাপদ রাখতে পারবে না। আর যেটা আগেই বলেছি, ফ‍্যাসিবাদকে খুব দ্রুত ফিরে আসার সুযোগ করে দিচ্ছেন।

এসব বিতর্কিত কর্মকাণ্ডের ফলে প্রকৃত সংস্কার কার্যক্রম ক্রমেই ঘোর অমানিশার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে বিএনপির দ্রুত নির্বাচন দাবীই যৌক্তিক। ঘোলা পানিতে কাউকে মাছ শিকারের সুযোগ না দিয়ে বরং দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন এবং মন্দের ভালোটাই জনগণকে বেছে নিতে সুযোগ দিন।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles