-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

জিম করতে গিয়ে ঘুম! ডাক্তার সাবরিনার মজার কাণ্ড

জিম করতে গিয়ে ঘুম! ডাক্তার সাবরিনার মজার কাণ্ড
ডাক্তার সাবরিনা মিষ্টি

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলোচিত ও সমালোচিত ডাক্তার সাবরিনা মিষ্টি এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, ফিটনেস ধরে রাখতে বেশ উত্‍সাহ নিয়ে জিমে ভর্তি হয়েছিলেন, কিন্তু সমস্যা হলো—তিনি জিমে গিয়ে ব্যায়াম করার বদলে ঘুমিয়ে পড়েন!

“জিমের পরিবেশ এত আরামদায়ক লাগে যে শরীর আপনাতেই বিশ্রাম চেয়ে বসে। ব্যায়াম করতে করতে কখন যে ঘুমিয়ে যাই, বুঝতেই পারি না!”—মজার ছলে এমনটাই বলেন তিনি।

- Advertisement -

সাবরিনার এই স্বীকারোক্তি নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের ঝড় উঠেছে। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, “এভাবে যদি ওজন কমানো যেত, তাহলে জিমের বদলে সবাই ঘুমাতো!” আবার কেউ কেউ বলেছেন, “জিমের সাবস্ক্রিপশন ফি দিয়ে ঘুমানোর চেয়ে বাড়িতেই আরাম করে ঘুমানো ভালো!”

সোশ্যাল মিডিয়ায় বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ডাক্তার সাবরিনার এই নতুন কাণ্ড নেটিজেনদের বিনোদনের খোরাক জুগিয়েছে। তবে শেষমেশ তিনি কি ব্যায়াম চালিয়ে যাবেন, নাকি ‘ফিটনেস স্লিপ’কেই প্রাধান্য দেবেন, সেটাই দেখার বিষয়!

 

- Advertisement -

Related Articles

Latest Articles