-8.2 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

রেস্টুরেন্ট উদ্বোধনে বাধার মুখে অপু, পরীমণি বললেন— ‘মজা মজা’

রেস্টুরেন্ট উদ্বোধনে বাধার মুখে অপু, পরীমণি বললেন— ‘মজা মজা’
ছবি সংগৃহীত

মাসখানেকের ব্যবধানে শোবিজ তারকাদের সঙ্গে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমণির পর এবার রাজধানীর কামরাঙ্গীরচরে বাধার মুখে পড়ে অপু বিশ্বাসের অনুষ্ঠানে যোগ দেওয়া বাতিল করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীরচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তবে স্থানীয় কিছু ব্যক্তির আপত্তির কারণে আয়োজকরা তাকে ছাড়াই উদ্বোধন সম্পন্ন করেন।

- Advertisement -

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন—এমন প্রচারণার পর কিছু স্থানীয় ব্যক্তি আপত্তি জানান। বিষয়টি নিয়ে আয়োজকরা জানান, ব্যবসার স্বার্থে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না, তাই অপু বিশ্বাসকে ছাড়াই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেন।’

এ ঘটনার পর চিত্রনায়িকা পরীমণি ও মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। পরীমণি একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘মজা না? মজা মজা।’ অন্যদিকে মাহিয়া মাহি লিখেছেন, ‘শিল্পীদের মধ্যে সংহতি কম থাকার কারণে অপু বিশ্বাসকে এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমণির পর অন্য কোনো শিল্পীর সঙ্গে এমনটা ঘটানোর আগে ৫,০০০ বার ভাবতে হতো।’

এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনে অংশ নেওয়ার কথা ছিল পরীমণির। কিন্তু তার আগমনের খবরে আপত্তি ওঠায় অনুষ্ঠানটি বাতিল করা হয়। একইভাবে, চট্টগ্রামে একটি অনুষ্ঠানে মেহজাবীন চৌধুরীর অংশগ্রহণ নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল।

শোবিজ তারকাদের অনুষ্ঠানে বারবার বাধার সম্মুখীন হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। অনেকেই এটিকে শিল্পীদের প্রতি অযাচিত হস্তক্ষেপ হিসেবে দেখছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles