-2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

পরীমণিকে জড়িয়ে যেন কোনো ইস্যু বানানো না হয়: শেখ সাদী

পরীমণিকে জড়িয়ে যেন কোনো ইস্যু বানানো না হয়: শেখ সাদী
শেখ সাদী ও পরীমণি

গানে প্রাতিষ্ঠানিকভাবে হাতেখড়ি হয়নি শেখ সাদীর। পাননি কোনো গুরুর সান্নিধ্য। তারপরও জীবনের প্রথম গান গেয়ে কোটি শ্রোতার ক্লাবে ঢুকে যান এই তরুণ। ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গাওয়া সাদীর গানটি এক-দুই কোটি নয়, এখন ভিউ হয়েছে ১৫৪ মিলিয়নের বেশি। প্রথম গান গেয়েই ইউটিউবে আলোচিত হওয়ার এমন নজির বাংলাদেশে খুব একটা নেই।

এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন। বুধবার (২৯ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এই তরুণ শিল্পীর নতুন গান ‘কুফা’। গানটির জন্য শুভকামনা জানিয়েছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

- Advertisement -

একই দিনে শেখ সাদী একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, পরীমণিকে জড়িয়ে যেন কোনো ইস্যু বানানো না হয়। পরীমণির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একাধিকবার দেখা গেছে ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদীকে। সম্প্রতি আদালতে পরীমণির জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায়। এমনকি এর পর থেকে ‘ভুল শিরোনামে সংবাদ’ হওয়ার দাবিও করেছেন সাদী। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানান এই গায়ক।

বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ সাদী বলেন, ‘সাংবাদিক ভাই-বোন যারাই আছেন, অনুরোধ রইল, আপনারা মনগড়া নিউজ বানাবেন না। শেখ সাদী তার এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না।’ শেখ সাদী আরও বলেন, ‘অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাদের সঙ্গে স্বাভাবিক আলাপ–আলোচনা হয়। কিন্তু সেসব আলাপ ভুল ব্যাখ্যা করে উপস্থাপন ঠিক না। প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে। এই বিষয়ে যেসব কথা হচ্ছে, এতে আমি ব্যক্তিগতভাবে বিব্রত বোধ করছি। দেশে আরও গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেসব বিষয়ে করা উচিত।’

পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তা হয়; এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখি না।’ গান নিয়ে যত ব্যস্ততা সাদীর। নিয়মিত তিনি নতুন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ওই সব গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি মডেল হিসেবেও কাজ করেন। শেখ সাদী তাঁর নতুন প্রকাশিত গান প্রসঙ্গে বলেন, নতুন এ গান দর্শকেরা পছন্দ করবেন।

মাদারীপুরে জন্ম নেওয়া শেখ সাদীর বেড়ে ওঠা ঢাকার পাশে টঙ্গীতে। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসির পাট চুকিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। রেকর্ড সৃষ্টি করা ‘ললনা’ গানটি নিয়ে সাদী বলেন, ‘গান গাওয়ার চেয়ে লিখতে পছন্দ করতাম বেশি। নিজের জন্যই লিখতাম। গানটি যখন তৈরি করি, তখন আইইউবিতে বিবিএ নবম সেমিস্টারে পড়ি। একদমই মজা করে এই গান লেখা। বন্ধুরাও বলল,“গানটি তুই গাইতে পারিস।” শাহরিয়ার রাফাতের সংগীতায়োজন এরপর সুর করে গাই। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করি। শ্রোতারা গানটি পছন্দ করেন।’

- Advertisement -

Related Articles

Latest Articles