আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ছোট ছেলে জিত আদানির বিয়ের আসর বসতে চলেছে আগামী মাসে। মহাকুম্ভের পুণ্যস্নান করতে এসে এ কথা জানান স্বয়ং ধনকুবের আদানি। তবে তিনি একইসঙ্গে জানান , জিতের বিয়ে ঠিক হয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে আমাদের বিয়ের কাজ হবে অতি সাধারণ মানুষের মতো। তাই ওর বিয়েও হবে খুবই সাধারণ সাদামাঠাভাবে আমাদের পরিবারের রীতি-রেওয়াজ মেনে।
পুণ্যস্নানে ক্যাটরিনা-ভিকি, ভাইরাল ছবিগুলো কি আসল?পুণ্যস্নানে ক্যাটরিনা-ভিকি, ভাইরাল ছবিগুলো কি আসল?
গৌতম আদানিকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তার ছোট ছেলের বিয়েতেও কি মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের মতো তারকাদের আয়োজন করা হবে? এর জবাবে আদানি স্পষ্ট জানিয়ে দেন, নিশ্চই নয়। একেবারে সাধারণভাবে পালন করা হবে বিয়ের আয়োজন। তবে আদানির ছেলের বিয়ে নিয়ে গুজবের দুনিয়ার রঙিন ফানুস ছাড়ার লোকের অভাব নেই। সুরাতের প্রসিদ্ধ হিরা ব্যবসায়ী জইমিন শাহের কন্যা দিভার সঙ্গে জিতের বিয়ের অনুষ্ঠান নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।
গঙ্গা স্নানের পর আদানি বলেন, আমি খেটে খাওয়া সাধারণ মানুষের মতোই। আমাদের ওঠাবসা, আমি বড় হয়ে উঠেছি সেই শ্রেণি থেকেই। জিতও এখানে মা গঙ্গার আশীর্বাদ নিতে এসেছে। ওর বিয়েও হবে অত্যন্ত সাধারণভাবে। আহমেদাবাদে নিতান্ত ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সম্পন্ন হবে। গৌতম আদানির সঙ্গে মহাকুম্ভে এসেছিলেন তার স্ত্রী ড. প্রীতি আদানি, বড় ছেলে করণ, ছোট ছেলে জিত এবং বড় ছেলের বউ পরিধি ও নাতনি কাবেরী।
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া, তালাবদ্ধ ঘরে মিলল পঁচা লাশস্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া, তালাবদ্ধ ঘরে মিলল পঁচা লাশ
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ মার্চ জিত-দিবার বাগদত্ত অনুষ্ঠান হয়েছিল। তাতেও কোনো বিশেষ ধুমধাম করা হয়নি। কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাই আহমেদাবাদের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন।
জিত আদানি কে?
গৌতম আদানির ছোট ছেলে জিত পেনসিলভ্যানিয়া স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। ২০১৯ সালে যোগ দেন আদানি গ্রুপে এবং বর্তমানে গ্রুপ ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও ছোট বিমান ওড়ানোয় দক্ষ পাইলট জিত।
কে দিভা জইমিন শাহ?
জইমিন শাহ হলেন সি দীনেশ অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের মালিক। মুম্বই ও সুরাত ছাড়াও বহু দেশে তার হিরা ব্যবসা রয়েছে। ১৯৭৬ সালে এই ব্যবসার সূত্রপাত করেন তার পূর্বপুরুষরা।