এ মুহুর্তে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের মনের ভাব প্রকাশ করা থেকে বিরত থাকা। আবার একেবারে চুপ থাকাও মুশকিল! তাই কিছু না কিছু ভেন্টিলেইট করতেই হয়। না করলে নিজের শরীরের মধ্যেই একটা দম বন্ধ অবস্হা তৈরী হয়। ফেসবুক আমার জন্য সেই ভেন্টিলেশনের কিছুটা জায়গা বটে।
কত কিছু নিয়েই বলতে ইচ্ছে করে। গতরাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে রাতের অন্ধকারে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। ফরিদপুর হাসপাতালে আশংকাজনক অবস্হায় তার চিকিৎসা চলছে। এ বিষয়ে যা বলতে চাই তা আর দশজনের মত হবে না। কাজেই আপাতত গতানুগতিক নিন্দা জানানো ও দোষীদের শাস্তির দাবী করা ছাড়া আর কিছুই বলতে চাই না।
দেশ বিদেশের হাজারটা বিষয় নিয়ে যা বলতে চাই তার এক দশমাংশও বলা হয়ে উঠে না। কি এক অদৃশ্য শক্তি যেন মুখ চেপে ধরে। এর সবচেয়ে বড় কারণটা বোধ হয় বলে কোন লাভ নেই জেনে। শোনার মত লোক নেই বলে।
কাপিল শর্মার কমেডি শো মনকে আপাতত ডাইভার্ট করে রাখার ভাল একটা উপায় বোধ করি। মহামারী শেষ হলে একটা ওয়ার্ল্ড ট্যুরে বের হতে পারলে মন্দ হতো না। সেই সৌভাগ্য কি হবে?
সময়টা সত্যিই বড় বৈরী।