-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

পুরুষ মানুষ ক্রিকেট খেলার মতো: সুনীতা

পুরুষ মানুষ ক্রিকেট খেলার মতো: সুনীতা
সুনীতা আহুজা

একটা সময় বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন গোবিন্দ। তার অভিনয়, একের পর এক সুপারহিট সিনেমা সমৃদ্ধ করেছে বলিউডকে। গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা নিজের সংসারের কথা বলতে গিয়ে পুরো পুরুষ জাতিকে তুলনা করলেন ক্রিকেট খেলার সঙ্গে।

ক্যারিয়ারের কথা চিন্তা করে প্রথমে স্ত্রীকে লুকিয়ে রাখেন গোবিন্দ। তবে বছর তিনেকের মাথায় নায়ক নিজেই জানান, তিনি বিবাহিত। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। একসঙ্গে কাটিয়ে দিয়েছেন ৩৭ বছর।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন সুনীতা। সেখানে তিনি জানান, রাজনৈতিকসহ বিভিন্ন কারণে গোবিন্দকে অনেক লোকজন নিয়ে থাকতে হয়। যে বাংলোতে তিনি থাকেন সেখানে অনেকের আসা-যাওয়া লেগেই থাকে। এ ছাড়া বিভিন্ন মিটিং থাকে, যেগুলো গভীর রাত পর্যন্ত চলে। এজন্য তারা আলাদা বসায় থাকেন। তবে আলাদা বাসায় থাকলেও তাদের সম্পর্কের বিন্দুমাত্র অবনতি হয়নি।

সুনীতার কথায়, ‘আমি আমার সংসার রক্ষা করতে পেরেছি কারণ ঈশ্বর রয়েছেন আমার সঙ্গে। আসলে পুরুষমানুষ হল ক্রিকেটের মতো। কখনও ভাল, কখনও খারাপ। আমি সব সময় মেয়েদের বলি নিজের স্বামীর হাত শক্ত করে ধরে থাকতে। যেমনটা আমি করেছিলাম। যদি হাত ধরতে না পারো, ছেড়ে বেরিয়ে যাও।’

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সুনীতার স্বভাব একেবারে উল্টো। তিনি ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন। সুনীতা বলেন, ‘বেশি কথা বললে শক্তি ক্ষয় হয়। অনেকেই ঘর ভাঙার চেষ্টা করেছেন, পারেননি। আমরা যেমন ছিলাম তেমনই আছি।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles