-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না: তনি

আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না: তনি
ছবি সংগৃহীত

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না। রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী সাদাদ রহমানের সঙ্গে একটি ছবি দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি তার স্ট্যাটাসে বলেন, দয়া করে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট নিউজ, ভূয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন। ভালভাবে জীবন এবং ব্যাবসা পরিচালনার জন্য যত টুকু কাজ করা দরকার, আল্লাহর রহমতে পরিশ্রম করার সেই ধৈর্য এবং মানুষিকতা দুটোই আমার আছে, তাই আমার জীবন নিয়ে এত ভাবা বন্ধ করেন।

- Advertisement -

আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম, আছি, শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকবো, ইনশাল্লাহ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles