-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

ভাগ্যিস, এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই : শাওন

ভাগ্যিস, এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই : শাওন
মেহের আফরোজ শাওন

গতকাল পহেলা ফেব্রুয়ারি ছিল অমর একুশে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকায় প্রেস সচিব দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন। কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে কিছু ছবি দিয়ে উনার রুচির পরিচয় দিলেন।

ভাগ্যিস, এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই।

- Advertisement -

মূলত, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বইমেলায় বানানো হয়েছে ডাস্টবিন, সেই বিনে ময়লার টুকরো ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। এই ঘটনার জন্যই সমালোচনা করেছেন শাওন।

- Advertisement -

Related Articles

Latest Articles