-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনী, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’

সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনী, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’
মোস্তফা সরয়ার ফারুকী

বইমেলা প্রাঙ্গনে বসানো ডাস্টবিনে শেখ হাসিনার ছবি থাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রবিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ছয়মাস হলো আমরা একটা খুনী-সাইকোপ্যাথের হাত থেকে মুক্তি পাইছি। জাস্ট ছয় মাস!’

- Advertisement -

তিনি বলেন, ‘যে খুনী শত শত মানুষকে গুম করিয়েছে, হাজার হাজার বিরোধী মতের মানুষকে খুন করিয়েছে, জুলাইতে একটা নারকীয় গণহত্যা চালিয়েছে, ইলিয়াস আলিকে গুমের পর হত্যা করে তার মেয়েকে জড়িয়ে ধরে নাটক করেছে, হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ মেরেছে- তার সাথে শিষ্টাচার?’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘হিটলারের সাথে শিষ্টাচার? আর ইউ সিরিয়াস? সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনী, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’

- Advertisement -

Related Articles

Latest Articles