-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

উদিতের চুমু থেকে রেহাই পাননি অলকা-শ্রেয়া ঘোষালও

উদিতের চুমু থেকে রেহাই পাননি অলকা-শ্রেয়া ঘোষালও
ছবি সংগৃহীত

চুমুকাণ্ডে নেটপাড়ায় রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন ভারতের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। সম্প্রতি কনসার্টের মঞ্চে এক নারী ভক্ত সেলফি তুলতে আসলে গালে চুমু খান উদিত। পরে আরও একজন আসলে ওই নারী ভক্তের ঠোঁটে চুমু খেয়েছেন এ গায়ক।

তবে উদিতের চুমুকাণ্ডের আলোচনা-সমালোচনায় নতুন করে জড়িয়েছে জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, উদিত নারায়ণের চুমু খাওয়া থেকে রেহাই পাননি অলকা ও শ্রেয়া ঘোষালও।

- Advertisement -

অলকার চুমু খাওয়ার বিষয়ে জানা গেছে, ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইছিলেন অলকা ইয়াগনিক। হঠাৎই এসে উদিত নারায়ণ তার গালে চুমু খান। ঘটনায় অপ্রস্তুত অলকাকে তাড়াতাড়ি সরে যেতে দেখা যায়। ভিন্ন আরও একটি ভিডিওতে অলকাকেই আচমকা চুমু খান উদিত। গায়িকা যে এমনটি আশা করেননি, তা তার অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল।

আবার বেশ কয়েক বছর আগে ‘জব তক হ্যায় জান’ ছবিতে গান গাওয়ার জন্য সেরা গায়িকার পুরস্কার জিতেছিলেন শ্রেয়া ঘোষাল। পুরস্কারের মঞ্চে তখন উপস্থিত ছিলেন উদিত নারায়ণ। মঞ্চে এসে জড়িয়ে ধরলে আচমকাই শ্রেয়ার গালে চুমু খান গায়ক উদিত। ওই ঘটনায়ও শ্রেয়ার চোখেমুখে ছিল অপ্রস্তুত ও বিব্রতকর পরিস্থিতির ছাপ। পরে যদিও তিনি হেসে পরিস্থিতি সামাল দেন।

উদিত নারায়ণের চুমুর এসব ভিডিও ভাইরাল হলে এক্স (পূর্বে টুইটার) ব্যবহারকারী এক নেটিজেন লেখেন, ‘যে আচরণ দেখানো হয়েছে তা সত্যিই গ্রহণযোগ্য নয়; একইসঙ্গে বিরক্তিকরও বটে। ওর কাণ্ডে শ্রেয়া ম্যাম, দৃশ্যতই অস্বস্তিবোধ করছিলেন। একইসঙ্গে লোকটি যেভাবে ওর হাত ধরেছিলেন সেটাও ঠিক নয়।

আরেকজন মন্তব্য করেছেন, ‘বাড়িতে তার স্ত্রী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ও তার ছেলে যেভাবে অলকার সঙ্গে কথা বলেন, তা তার স্ত্রীর প্রতি চরম অসম্মানজনক। আর অলকাকেও বেশ অসন্তুষ্টই মনে হল। এধরেন হেনস্থা করা বন্ধ করুন উদিত। অসুস্থ!’

তবে গায়ক উদিত নারায়ণ এসব আলোচনায় কোনো পাত্তাই দিচ্ছেন না। এ বিতর্ক নিয়ে নিজের পক্ষে সাফাই দিলেন গায়ক নিজেই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিতর্ক নিয়ে মুখ খুলেন উদিত নারায়ণ।

তিনি বলেন, ‘আমি যখন মঞ্চে গান গাই তখন দর্শকদের মধ্যে একটা পাগলামি কাজ করে। ওরা আমায় ভালোবাসেন। আমাদেরও তো ওদের খুশি করতে হয়। কেউ কেউ আমাদের এটা করতে উৎসাহ দেন, এভাবেই আমাদের প্রতি তাদের ভালোবাসা জানান। এগুলো সবই ওদের পাগলামি। এতে এত নজর দেওয়ার মতো কিছু হয়নি।’

- Advertisement -

Related Articles

Latest Articles