8.1 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

পরীমনি, অহনা, সাফা, সুবর্ণা সবাই বরিশালের, কাকে গরিব মনে হয়?: নাহিদ সুলতানা

পরীমনি, অহনা, সাফা, সুবর্ণা সবাই বরিশালের, কাকে গরিব মনে হয়?: নাহিদ সুলতানা
ছবি সংগৃহীত

দেশের দারিদ্র্যের হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার শহরের তুলনায় বেশি।

প্রতিবেদন অনুযায়ী, বরিশাল বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, যা ২৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম দারিদ্র্যের হার চট্টগ্রাম বিভাগে, যেখানে এটি ১৫ দশমিক ২ শতাংশ।

- Advertisement -

এর আগে বিবিএসের ‘খানা আয় ও ব্যয় জরিপ ২০২২’ অনুযায়ী দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা এবার বেড়ে ১৯ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।

তবে এই প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিউটি থেরাপিস্ট নাহিদ সুলতানা তার ফেসবুকে লেখেন, “পরীমনি বরিশালের, অহনা রহমান, সাফা কবির, সুবর্ণা মুস্তফা, তাহসানের নতুন স্ত্রী বরিশালের, সর্বোপরি আমিও বরিশালের। এদের মধ্যে কাকে গরিব মনে হয় ভাই? ইহা একটি ষড়যন্ত্রমূলক প্রতিবেদন।”

নাহিদ সুলতানার এই মন্তব্যকে ঘিরে অনেকে তার বক্তব্যকে মজার ছলে নিলেও, কেউ কেউ মনে করছেন যে দারিদ্র্যের পরিসংখ্যান ও ব্যক্তিগত উদাহরণ এক করে দেখা ঠিক নয়। বরিশাল বিভাগের দারিদ্র্যের হার বেশি থাকলেও, এটি যে সকল মানুষের জন্য প্রযোজ্য, তা নয়।

বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক উন্নয়নের জন্য দারিদ্র্য নিরসনে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles