18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

স্বামীর থেকে স্ত্রী লম্বা, নাগাল পেতে যে কাণ্ড করলেন তরুণ

স্বামীর থেকে স্ত্রী লম্বা, নাগাল পেতে যে কাণ্ড করলেন তরুণ - the Bengali Times
ছবি সংগৃহীত

আংটিবদল হয়েছে। প্রথা অনুযায়ী এ বার হবু স্ত্রীকে চুমু খাওয়ার পালা। কিন্তু হবু স্ত্রী যে তরুণের চেয়ে উচ্চতায় লম্বা। চুমু খাওয়ার সময় নাগাল পেতে চেয়ারের ওপর উঠে খানিকটা লম্বা হয়ে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাখলেন তরুণ।

সম্প্রতি সমাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

- Advertisement -

‘সল্টশেকারফিল্মস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা গাউন পরে কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তার হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এক তরুণ। সিডনির একটি বিয়ের অনুষ্ঠানের দৃশ্য এটি। প্রথা অনুযায়ী, আংটিবদলের পর নবদম্পতির চুমু খাওয়ার কথা।

তবে তরুণীর উচ্চতা তার স্বামীর চেয়ে খানিকটা বেশি। সকলের সামনে স্ত্রীকে চুমু খেতে গিয়ে যদি নাগাল না পাওয়া যায় সেই ভেবে আগে থেকেই বিকল্প ব্যবস্থা করে রেখেছিলেন তরুণ। স্ত্রীকে আংটি পরিয়েই হাততালি দিলেন তরুণ। সঙ্গে সঙ্গে একটি ‘ফোল্ডেড’ (মোড়ানো) চেয়ার নিয়ে সেখানে হাজির হন অন্য এক তরুণ। চেয়ারটি খুলে মাটিতে পেতে দেন তিনি। সেই চেয়ারে ওঠার পর স্ত্রীর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেন পাত্র।

ভিডিওটি দেখে কমেন্টে একজন লিখেছেন, ভালোবাসায় সকল সমস্যার সমাধান পাওয়া যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles