-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

সুবাকে নিয়ে বেরিয়ে এলো আরও তথ্য

সুবাকে নিয়ে বেরিয়ে এলো আরও তথ্য
ছবি সংগৃহীত

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকা থেকে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হয়।

রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। সেই কিশোরীর খোঁজে অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মঙ্গলবার দুপুর ২টায় নওগাঁ জেলার সদর উপজেলা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, মেয়ে এবং ছেলের পরিবারের সদস্যরা পূর্ব পরিচিত। এছাড়াও নিখোঁজ হওয়া ওই কিশোরীর খুঁজে বের করতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেখানে মেয়ে এবং ছেলের মধ্যে মেসেঞ্জারে কথোপকথনের পাঁচ পৃষ্ঠার স্ক্রিনশট প্রিন্ট করে সংযুক্ত করা হয়। এরপরও কিশোরীর পরিবারের পক্ষ থেকে ছেলের কিংবা তার পরিবারের কোনো ফোন নাম্বার আমাদের দেয়নি। এছাড়াও নিখোঁজ কিশোরী সুবার বয়স ১১ বছর উল্লেখ করা হয়।

জানা গেছে, আরাবি ইসলাম সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে নওগাঁ জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুকৌশলে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন সুবা। ২০ বছর বয়সি ওই ছেলের বাড়ি নওগাঁয়। তাদের ফেসবুকে পরিচয়।

আরাবি ইসলাম সুবার পরিবারের বরাত দিয়ে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে চলে যায়। ছেলেটির যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিয়েছে মেয়েটির পরিবার। মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করা হয়।

মেয়ে নিখোঁজের বিষয়ে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।

তিনি আও বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles