
উত্তর কানাডায় কানাডা-যুক্তরাষ্ট্র যৌথ নোরাড সামরিক ঘাঁটি স্থাপনের আহ্বান জানিয়েছেন আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ। পাশাপাশি সংস্থার আকাশ ও মেরিটাইম প্রতিরক্ষা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণের কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার স্মিথ বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্য প্রিমিয়ারদের সঙ্গে বুধবারের বৈঠকে এই ধারণা প্রস্তাব করেছেন তিনি। কানাডা-যুক্তরাষ্ট্র আর্কটিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে ফার্স্ট মিনিস্টারস’ বৈঠকে আমি প্রধানমন্ত্রী ও অন্যান্য প্রিমিয়ারদের উত্তর কানাডায় যৌথ কানাডা-যুক্তরাষ্ট্র নোরাড রিজিয়ন সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছি। সেটা হবে ম্যানিটোবার উইনিপেগের কানাডিয়ান নোরাড রিজিয়ন (সিএএনআর) সদরদপ্তরের মতো।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখথন শনিবার থেকে কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তখন যুক্তরাষ্ট্রের আরও বেশি সহযোগিতার আহ্বান জানিয়েছেণ স্মিথ। বুধবারের বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপের ওপর জোর দিয়েছে। এবং আমি চাই কানাডা এই দাবি গুরুত্বের সঙ্গে নিক।
অভিন্ন সীমান্ত সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার দ্রুততম সময়ের মধ্যে কানাডিয়ান বর্ডার জার নিয়োগেরও আহ্বান জানিয়েছেন স্মিথ।
সীমান্ত নিরাপত্তা পরিকল্পনায় অটোয়া ১৩০ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে স্মিথের প্রাদেশিক সরকার ম্যানিটোবার সঙ্গে অভিন্ন সীমান্তে নজরদারি বাড়াতে ২ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করছে।
এদিকে ট্রাম্পের বেছে নেওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বুধবার যুক্তরাষ্ট্রের সেনেটকে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে কানাডাকে বাধ্য করার উপায় হিসেবে তিনি শুল্ক আরোপকে দেখছেন।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.