মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা জোরদানে কুইবেকের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তাদের বহরে ব্ল্যাক হক হেলিকপ্টারের প্রদর্শনী করেছে। কানাডিয়ান রপ্তানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পরিপ্রেক্ষিতে কুইবেকের সেন্ট-অ্যান্টইন-অ্যাবেতে এই প্রদর্শনী করা হয়।
জাতীয়ভাবে মাউন্টিস তাদের বিদ্যমান ৯টি ছোট হেলিকপ্টারের বহরের সঙ্গে ভাড়া করা দুটি ব্ল্যাক হক যুক্ত করেছে। সার্জেন্ট চার্লস পয়রিয়ের বলেন, বিস্তৃত সীমান্ত এলাকা টহল দিতে নুতন এই চপার পুলিশ বাহিনীকে সহায়তা করবে। সেই সঙ্গে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা বেড়ে গেলে আরও দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করতে পারবে। যদিও সীশান্তের কাছাকাছি বসবাসকারী কুইবেকের বাসিন্দা ও মার্কিন প্রশাসনকে তিনি আবারও আশ^াস্ত করতে চান যে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো অভিবাসী সীমান্ত অতিক্রম করছে না।
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর অটোয়া সীমান্ত নিরাপত্তা জোরদারে ১৩০ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্ত বরাবর আকাশে নতুন ৬০টি ড্রোন এবং আরও বেশি সংখ্যক সার্ভিল্যান্স টাওয়ার।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.