-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

থাকবে না ৩২!

থাকবে না ৩২!

ছবি সংগৃহীত

ভারত থেকে সম্প্রচারিত ‘কথিত’ টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার আলোচিত-সমালোচিত উপস্থাপক মুখ ময়ূখ রঞ্জন ঘোষকে ব্যঙ্গ করে ধানমন্ডি ৩২ এ ছাত্র-জনতা লিখেছে, “থাকবে না ৩২, থাকবে না ৩২”।

তার আগে রাত আটটার কিছু আগে গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।

- Advertisement -

ঘটনাস্থলে দেখা যায়, ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটির বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়েছে কয়েক হাজার ছাত্র-জনতা। বিক্ষুব্ধ হয়ে তারা বাড়ি দরজা, জানালা থেকে শুরু করে সব কিছু ভেঙে ফেলে। বাড়ির ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও ভেঙে চুরমার করে দিয়েছে শিক্ষার্থীরা। ভাঙচুর শেষে বাড়িতে আগুনও নিয়েছেন বিক্ষুব্ধরা।

- Advertisement -

Related Articles

Latest Articles