
অভিনেত্রী কীর্তি কুলহারি
‘কাস্টিং কাউচ’ নিয়ে হলিউড ও বলিউডে জোর আলোচনা সব সময় থাকে। চলচ্চিত্র জগতে ‘কাস্টিং কাউচ’ বা অভিনয়ের প্রস্তাবের বিনিময়ে যৌন হয়রানি নতুন কিছু নয়। বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি।
তিনি সরাসরি বলে দিলেন, ‘কাস্টিং কাউচ-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে ডালভাতের মত বিষয়!’
মারা গেছেন বিশ্বখ্যাত দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান মারা গেছেন বিশ্বখ্যাত দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান
কাস্টিং কাউচ এর অভিজ্ঞতা কীর্তি নিজেরও আছে । অভিনয় জীবনের প্রথম দিকে একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমা নিয়ে প্রযোজকের সঙ্গে কথাও বলেছেন। বিভিন্ন কথা বলার ফাঁকে আচমকাই প্রযোজক তাকে কুপ্রস্তাব দেন।
ইঙ্গিত দিয়ে বোঝান, সিনেমার বিনিময়ে প্রযোজকের সব প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, একেই কি কাস্টিং কাউচ বলে? আমি কি কাস্টিং কাউচের শিকার?’ মজার বিষয়, প্রযোজক বিষয়টি স্বীকারও করেছেন।
ঘটনার পরে কীর্তির মানসিক অবস্থা কী হয়েছিল? অভিনেত্রী সে বিষয় জানান, তিনি নাকি ভেতরে ভেতরে হেসে ফেলেছিলেন। কোনো মতে নিজের হাসি চেপে জানিয়েছিলেন, তিনি একটুও অবাক হননি, ভয়ও পাননি। কারণ, তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই এই শব্দবন্ধের সঙ্গে ভীষণভাবে পরিচিত।