10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

মা-বাবা বড় তারকা, আলোচনায় থাকা কে এই তরুণ অভিনেত্রী

মা-বাবা বড় তারকা, আলোচনায় থাকা কে এই তরুণ অভিনেত্রী
লিলিরোজ ডেপ এএফপি

‘আমি অভিনয় ভালোবাসি, লোকে যে যা বলে বলুক, নিজের কাজ করে যাব। এসব শুনে আমি মুখ লুকিয়ে কাঁদতে পারি কিন্তু এর চেয়ে নিজের কাজ দিয়ে সমুচিত জবাব দেওয়াই ভালো নয় কি?’ বক্তার নাম লিলি-রোজ ডেপ।

পদবি দেখে আন্দাজ করা শক্ত নয়, তিনি জনি ডেপের কন্যা, মা নন্দিত ফরাসি অভিনেত্রী ভ্যানেসা পারাডিস। তাই লিলির নতুন কাজ এলেই স্বজনপ্রীতি নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তাই কাজ দিয়ে সমালোচনার জবাব দেওয়ার কথা বলেছেন তরুণ অভিনেত্রী।

- Advertisement -

বয়স মোটে ২৫। এর মধ্যেই অভিনয়, নানা বিতর্ক দিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন লিলি। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘নসফেরাতু’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। গত ২১ জানুয়ারি সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে। সমালোচকদের মতে, রবার্ট এগার্সের সিনেমাটি দিয়ে বড় তারকা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন লিলি।

২০১৬ সালে হাইস্কুল শেষ করেই লিলি ঠিক করেন, অভিনয়ে ক্যারিয়ার গড়বেন। শুরুর দিকে নানা ধরনের ইনডিপেনডেন্ট সিনেমা করে অভিজ্ঞতা অর্জন করেছেন, পরে এসেছেন হলিউডের মূলধারায়। ২০১৬ সালে ‘দ্য ড্যান্সার’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন লিলি। কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি, সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে ফ্রান্সের সিজা পুরস্কারের জন্য মনোনীত হন লিলি।

আরও কয়েকটি সিনেমা করে স্যাম লেভিসনের সিরিজ ‘দ্য আইডল’ দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন লিলি। ২০২৩ সালে এইচবিওর সিরিজটি মুক্তির পর প্রবল বিতর্কের মুখে পড়ে। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলি।

তাঁর অভিনীত চরিত্রের সঙ্গে জনপ্রিয় এক গায়িকার জীবনের মিল, খোলামেলা যৌনতা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকের মতে, এটি ব্রিটনি স্পিয়ার্সকে নিয়ে তৈরি হয়েছে। তরুণদের আইডল, খোলামেলাভাবে মঞ্চে হাজির হওয়া থেকে ব্যক্তিগত ঝামেলায় গান থেকে দূরে সরে যাওয়া—ব্রিটনি ছাড়া আর কার সঙ্গে এভাবে মিলে যায়! নানা বিতর্কের পর সিরিজটির আর দ্বিতীয় মৌসুম আনেনি এইচবিও। এরপর আর লিলিরও খোঁজ ছিল না, নসফেরাতু দিয়ে প্রবলভাবে ফিরেছেন তিনি। দ্য গার্ডিয়ান, বিবিসিসহ প্রভাবশালী গণমাধ্যমের সমালোচকেরা লিলির অভিনয় পছন্দ করেছেন। সমালোচকদের মত, ছবিটি দিয়ে বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়ালেন লিলি।

১৯২২ সালে মুক্তি পাওয়া একই নামের জার্মান সিনেমার রিমেক নসফেরাতু। সিনেমাটি আবার ১৮৯৭ সালে প্রকাশিত ব্রাম স্টোকারের বহুল পঠিত উপন্যাস ড্রাকুলা অবলম্বনে তৈরি হয়েছিল। যদিও জার্মান ছবিটির জন্য স্টোকারের অনুমতি নেওয়া হয়নি।

এ সিনেমার কল্যাণে বলা যায়, এখন আকাশে উড়ছেন লিলি। এ সিনেমা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ভ্যারাইটিকে তিনি বলেন, ‘নানা ধরনের কাজ করতে চাই, এমন কাজ আমাকে চ্যালেঞ্জ করবে। “দ্য আইডল”-এ যেমন পর্দায় আমাকে নগ্ন হতে হয়েছে। কাজটা সহজ ছিল না কিন্তু আমি ঝুঁকি নিতে ভালোবাসি। ওই সিরিজ থেকে এই হরর সিনেমা আবার পুরোপুরি ভিন্ন।’

- Advertisement -

Related Articles

Latest Articles