0.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

অভিনেত্রী সোহানা সাবা কেন আ.লীগের গোপন সভায়? উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য!

অভিনেত্রী সোহানা সাবা কেন আ.লীগের গোপন সভায়? উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য!
ছবিঃ সংগৃহীত

বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ জানুয়ারি ২০২৫, কলকাতার হোটেল পার্কে আওয়ামীলীগ-ছাত্রলীগের গোপন সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বশরীরে ও ভার্চুয়ালি কারা উপস্থিত ছিলেন এবং কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সভায় অংশগ্রহণকারীদের পরিচয় ও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কারা দায়িত্ব পেয়েছেন তার তালিকাও প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনের ৯ নাম্বার পয়েন্টে উল্লেখ করা হয়, আলো আসবে গ্রুপের এডমিন সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় বলে প্রমাণ রয়েছে।

- Advertisement -

তবে এই সভার প্রকৃত উদ্দেশ্য ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles