6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

১২ অর্থ পাচারকারী চিহ্নিত, সরকারের নতুন পদক্ষেপ জানালেন প্রেস সচিব

১২ অর্থ পাচারকারী চিহ্নিত, সরকারের নতুন পদক্ষেপ জানালেন প্রেস সচিব

১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

- Advertisement -

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, যুক্তরাজ্যের একটি টিম বাংলাদেশে এসে ঘুরে গেছে। এখন সুইজারল্যান্ডের একটা টিম বাংলাদেশে এসেছে। আমরা ইউএসএ’র সঙ্গে কথা বলছি, কানাডার সঙ্গে কথা বলছি। বাংলাদেশ থেকে যে টাকাটা চলে গেছে, যে করে হোক, সেটা কীভাবে ফেরানো যায়, সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

প্রেস সচিব বলেন, গভর্নর বলেছেন, ‘১২ জন যারা ব্যাংকিং সিস্টেমের লুটপাটে জড়িত, বিদেশে টাকা নিয়ে গেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তারা কীভাবে টাকা নিয়েছে সেটা আমরা দেখছি।’

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles