5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

এখন মাত্র ৯৯ টাকায় দেখুন হলিউড-বলিউডের ২ হাজার ছবি!

এখন মাত্র ৯৯ টাকায় দেখুন হলিউড-বলিউডের ২ হাজার ছবি!

বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে টফি। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য যেকোনো জায়গায় সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টফি কর্তৃপক্ষ।

- Advertisement -

লায়নসগেট প্লে’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে টফি এখন ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ও জনপ্রিয় সিরিজ সরাসরি দর্শকদের সামনে নিয়ে এসেছে। স্থানীয় বাজারের চাহিদার কথা মাথায় রেখে নিরবচ্ছিন্ন সাবসক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দর্শকরা এসব কনটেন্ট উপভোগ করতে পারবেন।

মাত্র ৯৯ টাকার মাসিক সাবস্ক্রিপশনে দর্শকরা বিশাল এই মুভি কালেকশন উপভোগ করতে পারবেন, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য ৭০% পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধাও থাকছে।

টফির লাইব্রেরিতে জন উইক ও দ্য হাঙ্গার গেমসের মতো অ্যাকশন মুভি থেকে শুরু করে ‘জব উই মেট’র মতো জনপ্রিয় রোমান্টিক সিনেমা রয়েছে। এছাড়া দ্য বিকিপার-এর মতো হলিউডের প্রশংসিত মুভি, টোকিও ভাইসের মতো আলোচিত সিরিজ, বলিউডের হিট মুভি গোলমাল ও ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র মতো বিনোদনমূলক কনটেন্টও দর্শকরা সহজেই উপভোগ করতে পারবেন। একইসঙ্গে, সাবস্ক্রাইবাররা প্রাইমটাইম এমি, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএ’র মতো মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শোও দেখতে পারবেন।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক সময় ব্যয়বহুল হয়ে যায়। তাই বাংলাদেশের নিজস্ব ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে টফি এই প্রিমিয়াম কনটেন্টকে সহজলভ্য করছে, যাতে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে দর্শকরা বিনোদন উপভোগ করতে পারেন। লায়নসগেট প্লে’র সাথে আমাদের এই অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও আমরা আমাদের লাইব্রেরি আরও সমৃদ্ধ করতে কাজ করে যাব।”

- Advertisement -

Related Articles

Latest Articles