9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাকিব আল হাসানকে নিয়ে দল ঘোষণা বাংলাদেশের, রয়েছে আরও চমক

সাকিব আল হাসানকে নিয়ে দল ঘোষণা বাংলাদেশের, রয়েছে আরও চমক - the Bengali Times
সাকিব আল হাসান

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রাথমিক দলে ডাক পেয়েছেন মোহামেডানে খেলা দেশের উদীয়মান গোলকিপার সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী।

- Advertisement -

গোলকিপার সাকিব আল হাসান
তাদের বাইরে দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। তিনিও দলে ডাক পেয়েছেন প্রথমবার। ১৮ বছর বয়সি এই মিডফিল্ডারকে ট্রায়ালে পরখ করতে চান কোচ। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে।

বাংলাদেশের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

- Advertisement -

Related Articles

Latest Articles