9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শেষবার হেলিকপ্টারে আসলেন, তবে ফিরলেন না নেইমার

শেষবার হেলিকপ্টারে আসলেন, তবে ফিরলেন না নেইমার - the Bengali Times
নেইমার জুনিয়র ও তার প্রেমিকা

নেইমারের আর হেলিকপ্টারে চড়ে আসা-যাওয়ার দিন শেষ। এখন থেকে স্থায়ীভাবে সান্তোসেই বসবাস করবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। দীর্ঘদিন ধরে রিও ডি জেনেইরোর মাঙ্গারাতিবা থেকে সান্তোসের ট্রেনিং গ্রাউন্ড সিটি রেই পেলের যাতায়াত করছিলেন হেলিকপ্টারে, তবে এবার তিনি পাকাপাকিভাবে সান্তোসে চলে এসেছেন।

গত সোমবার রাতে গার্লফ্রেন্ড ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নিজের নতুন বাড়িতে তোলা একটি ছবি পোস্ট করেন নেইমার। জানা গেছে, সান্তোসের মররো সান্তা তেরেজিনহা এলাকায় বিলাসবহুল একটি প্রাসাদ কিনেছেন তিনি। এটি সান্তোস শহরের অন্যতম অভিজাত ও নিরাপদ আবাসিক এলাকা, যেখানে থাকেন বেশ কয়েকজন তারকা ফুটবলারও। তাদের মধ্যে আছেন ভেনেজুয়েলার ইয়েফারসন সোটেলদো ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তিকিনিয়ো সুয়ারেস।

- Advertisement -

নেইমারের মাঙ্গারাতিবা থেকে সান্তোস যাওয়া-আসার জন্য হেলিকপ্টার ব্যবহারের খরচও কম ছিল না। ব্রাজিলের তিনজন পাইলটের ভাষ্যমতে, প্রতিদিন তার যাতায়াতে ২৪০ থেকে ৩৫০ লিটার জ্বালানি লাগত, যার দাম প্রতি লিটার ৮ থেকে ১০ রিয়াল। অর্থাৎ, একদিকের ভ্রমণেই খরচ পড়ত ২,৪০০ থেকে ৩,৫০০ রিয়াল, আর আসা-যাওয়া মিলিয়ে প্রতিদিন প্রায় ৭,০০০ রিয়াল (প্রায় ১.৫ লাখ টাকা) খরচ হত!

গত সোমবার, যখন নভোরিজোন্তিনোর বিপক্ষে ড্রয়ের পর সান্তোস দল অনুশীলনে ফিরল, তখন নেইমারও আবার হেলিকপ্টারে চেপে ট্রেনিং গ্রাউন্ডে আসেন। তবে এবার আর আগের মতো মাঙ্গারাতিবায় ফেরত যাননি, বরং সেখানেই থেকে গেছেন। এখন থেকে নেইমারের ট্রেনিং, খেলা ও বিশ্রাম—সবই হবে সান্তোসে।

সান্তোসে ফিরে আসা কি নেইমারের ক্যারিয়ারের নতুন মোড়? নাকি কেবল সাময়িক বিরতি? সেটা সময়ই বলে দেবে।

- Advertisement -

Related Articles

Latest Articles