-2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

চোখের ইশারায় ‘কাবু’ গোটা ভারত, ৭ বছর পর এখন কোথায় সেই তরুণী

চোখের ইশারায় ‘কাবু’ গোটা ভারত, ৭ বছর পর এখন কোথায় সেই তরুণী

ছবি সংগৃহীত

কয়েক সেকেন্ডের ভিডিও, মাত্র একটি চোখের ইশারা— এই সামান্য মুহূর্তই রাতারাতি এক তরুণীকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিয়েছিল ভারতে! সময়টা ছিল ২০১৮, যখন সোশ্যাল মিডিয়া দুনিয়ায় ঝড় তুলেছিল একটি ক্লিপ। সেই ভিডিওর ৭ বছর পর ওই তরুণীর চেহারা, ক্যারিয়ার, এমনকি জীবনযাত্রাও বদলে গেছে অনেকটাই!

২০১৮ সালে মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্যেই প্রথম নজরে আসেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মাত্র কয়েক সেকেন্ডের চোখের ইশারা আর হালকা হাসির অভিব্যক্তি মুহূর্তেই তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয়।

- Advertisement -

ভিডিওটি ভাইরাল হতে মাত্র কয়েক ঘণ্টা লেগেছিল, এরপরই প্রিয়া রাতারাতি হয়ে যান ইন্টারনেট সেনসেশন।

প্রিয়া প্রকাশ ভারিয়ারের সেই চোখের ইশারার ৭ বছর কেটে গেছে, তখন ১৮ বছরের তরুণী এখন পচিশে পা রেখেছেন। আগের তুলনায় অনেক বেশি পরিপক্ব ও গ্ল্যামারাস হয়ে উঠেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে অনুরাগীরা বিস্মিত! অনেকেই বলছেন, প্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দরী ও আত্মবিশ্বাসী।

কেমন চলছে তার ক্যারিয়ার? ‘ওরু আদার লাভ’-এর পর প্রিয়া বলিউডেও কাজ করেছেন। ‘শ্রীদেবী বাংলো’ এবং ‘লাভ হ্যাকস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন, যেখানে প্রিয়াকে একদম নতুন লুকে দেখা গিয়েছে। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও তিনি এখন বেশ জনপ্রিয় মুখ।

ভবিষ্যতে কী পরিকল্পনা প্রিয়ার? বলিউডে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে চান তিনি। মালয়ালম, তামিল এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় প্রোজেক্টের জন্য কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনের দুনিয়াতেও তার জনপ্রিয়তা বাড়ছে।

৭ বছর পরও প্রিয়ার জাদু অমলিন! একটা ছোট্ট চোখের ইশারা বদলে দিয়েছিল তার জীবন! ৭ বছর পরও সেই স্মৃতি নস্টালজিয়া হয়ে থেকে গেছে মানুষের মনে।

কিন্তু প্রিয়া নিজেকে শুধু এক মুহূর্তের জনপ্রিয়তার মধ্যে আটকে রাখেননি, বরং নিজেকে নিত্যনতুনভাবে গড়ে তুলছেন, আর নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছেন!

- Advertisement -

Related Articles

Latest Articles